বর্ষবরনে বিশেষ ভাবে মেতে উঠল তমলুকের নিমতৌড়ি হোমের আবাসিক ও কর্মীরা
সারা বিশ্ব জুড়ে নানান রং-এ নানান অনুষ্ঠান আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে ২০২০ ইংরাজী নববর্ষের প্রথম দিনে মেতে উঠছে তখন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম আবাসিকরাও ২০২০…
বর্ষবরনে বিশেষ ভাবে মেতে উঠল তমলুকের নিমতৌড়ি হোমের আবাসিক ও কর্মীরা
সারা বিশ্ব জুড়ে নানান রং-এ নানান অনুষ্ঠান আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে ২০২০ ইংরাজী নববর্ষের প্রথম দিনে মেতে উঠছে তখন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম আবাসিকরাও ২০২০ বর্ষবরনে প্রথমদিন নানান সাংস্কৃতিএক অনুষ্ঠান, ভুরিভোজ্য খাওয়া দাওয়ার সাথে সাথে এক অভিনব ভাবে এই দিনটিতে মেতে উঠল হোমের আবাসিকরা পৃথিবীর জল সংকট, উষ্ণায়ণ বোধে Safe Water Save life, Green World Clean World - এর বার্তা দিল থিম সেজে, সারা পৃথিবীর মানুষকে সচেতনতার বার্তা দিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান জল সংরক্ষণ আর দুষণ মুক্ত পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানো আর পরিচর্যার আহ্বান জানান এদিন।
অন্যদিকে এই সংস্থার সদস্য ও সেচ্ছা সেবকরা জাতীর জনক মহাত্মা গান্ধীর পাদদেশে শান্তি, মৈত্রী, ঐক্য, ধর্ম নিরপেক্ষতা, নারী নির্যাতন রোধ, শিশুর অধিকার, দিব্যাঙ্গদের সমান অধিকার-সমান সুযোগ-পুর্ন অংশ গ্রহন, বয়স্ক নাগরিকদের প্রতি সহমর্মিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দ্বীপ জ্বেলে শোভাযাত্রা হয়। সারাদিন ধরে হোম জুড়ে নানান অনুষ্ঠান, ভুরিভোজ্য - খাওয়া দাওয়া, নাচ-গান-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। খুশির উল্লাসে মেতে উঠে হোমের আবাসিকরা যুক্ত হয় হোমের দিদিরা, কর্মী ও স্বেচ্ছা সেবক সবাই।
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক জানান প্রতিবছর আমরা এই দিন খুশির আনন্দে মেতে উঠি। এবছর আমরা খুশির আনন্দের সাথে সাথে সমাজ বিশেষ বার্তা দিয়ে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়। মানুষের কল্যানে মানুষের প্রয়োজনে আমাদের উত্তোরাধীকারীর জন্য সামাজিক দায়িত্ব পালন করতে পেরে আমরা সবাই খুশি। এতে যদি সামান্য সমাজের উপকার হয় তাতেই আমাদের ভালো লাগবে। ২০২০ আমরা সবাই মিলে অঙ্গীকার করি দুষণমুক্ত পৃথিবীর জন্য বৃক্ষ রোপন করব, জল বাঁচিয়ে জীবন রক্ষা করব, নারী নির্যাতন ও নিপীড়ন রোধ করব, শিশুর অধিকার প্রতিষ্ঠা করব এবং দিব্যাঙ্গদের সেবা ও কল্যানে সবাই যুক্ত হব, বয়স্ক নাগরিকদের সহমর্মিতায় আবদ্ধ করব এই হোক ২০২০ বিশেষ অঙ্গীকার। এই ভাবে নববর্ষের প্রথমদিন উদযাপন হয় নিমতৌড়ি হোম জুড়ে।