Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের বর্ষবরণ

প্রতিবছরের তুলনায় খানিকটা আলাদা ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা ৷ প্রায় শ-তিনেক রোগীকে সঙ্গে নিয়ে বুধবার সকালে মেদিনীপুর মেডিক্যালে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরন করলেন তাঁরা ৷ মূ…


 প্রতিবছরের তুলনায় খানিকটা আলাদা ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা ৷ প্রায় শ-তিনেক রোগীকে সঙ্গে নিয়ে বুধবার সকালে মেদিনীপুর মেডিক্যালে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরন করলেন তাঁরা ৷ মূলত জুনিয়ার ডাক্তারদের প্রস্তাবে , এই হাসপাতালের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে এই আয়োজন ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা প্রতিবছরই নিজেদের মতো করে প্রতিটি নতুন বছর পালন করে থাকেন ৷ এবার সেই স্বাদের পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিলেন এই হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা ৷ সেই প্রস্তাবে সায় দিয়ে মেডিক্যালের রিউমাটোলজি বিভাগ বিশেষ উদ্যোগটি নিয়েছিল ৷ 
মেদিনীপুর মেডিক্যালে জেলার ১৬১২ জন বাতের রোগী বাতের চিকিত্সা করান রেজিষ্টার অনুযায়ী ৷ এই রোগীদের মধ্যে অনেকেই দৃষ্টান্ত মূলক ভাবে সুস্থ হয়েছেন চিকিত্সাতে ৷ এই রেজিষ্টার থাকা রোগীদের নতুন বছর পালনের জন্য একটি অনুষ্ঠানে বুধবার উপস্থিত থাকতে আমন্ত্রন জানিয়েছিলেন বিভাগের প্রধান কৃপাসিন্ধু গাঁতাইত ৷ সেই আমন্ত্রন পেয়ে প্রায় তিনশোজন বাতের রোগী মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ৷

   নতুন বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা,মহকুমা শাসক দীননারায়ন ঘোষ,হাসপাতাল সুপার সহ অন্যান্য চিকিত্সক, জুনিয়ার ডাক্তারগণ ৷ রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠান করে মন মাতিয়ে এই সমস্ত রোগীদের হাতে উপহার ও খাবার তুলে দেন চিকিত্সকরা ৷ চিকিত্সকদের আয়োজনে আনন্দিত রোগীরা ৷
 
 এদিন চিকিত্সক কৃপাসিন্ধু গাঁতাইত বলেন - আমরা প্রতিবছরই এই দিনটা নিজেদের মতো করে পালন করে থাকি ৷ জুনিয়ার ডাক্তাররা বললেন এবার রোগীদের সঙ্গে আনন্দভাগ করে নিতে ৷ তাই আয়োজন ৷ নতুন ভাবে বছরটা শুরু করলাম আমরা ৷ রোগীদের আনন্দ পেতে দেখে স্বাভাবিক নিয়মে আমরা চিকিত্সকরা সকলেই আনন্দিত ৷