৮ ই জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে এস ইউ সি আই ( সি) দলের পক্ষ থেকে আজ সাইকেল মিছিলের মধ্য দিয়ে প্রচার অভিযান করা হয়৷ সকাল ৯ টায় নোনাকুড়ি বাজার থেকে শুরু হয়ে শতাধিক সাইকেল রামতারক রাধামনি বাজার তমলুক শহর পরিক্রমা করে ৷ কেন্দ্র…
৮ ই জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে এস ইউ সি আই ( সি) দলের পক্ষ থেকে আজ সাইকেল মিছিলের মধ্য দিয়ে প্রচার অভিযান করা হয়৷ সকাল ৯ টায় নোনাকুড়ি বাজার থেকে শুরু হয়ে শতাধিক সাইকেল রামতারক রাধামনি বাজার তমলুক শহর পরিক্রমা করে ৷ কেন্দ্রের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটকে সমর্থন জানানোর পাশাপাশি এনআরসি সিএএ এনপিআর বাতিল, মূল্যবৃদ্ধি প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, জেএনইউ তে এবিভিপি'র বর্বর আক্রমণের প্রতিবাদ সহ কয়েক দফা দাবী যুক্ত করে দলের পক্ষ থেকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানান হয় মিছিল থেকে৷ নেতৃত্ব দেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রনব মাইতি, শ্রমিক নেতা জ্ঞানানন্দ রায় প্রমুখ৷
