মুরগি বিক্রির পাইকারি দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দোকান। পুড়ে ছাই হয়েছে পাঁচশতাধিক মজুত করা মুরগি। বেলদা থানার খালিনা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পাইকারি বিক্রেতা আকাশ আলি শাহ মুরগি মজুত করে বিক্রি করেন। রবিবার গভীর …
মুরগি বিক্রির পাইকারি দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দোকান। পুড়ে ছাই হয়েছে পাঁচশতাধিক মজুত করা মুরগি। বেলদা থানার খালিনা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পাইকারি বিক্রেতা আকাশ আলি শাহ মুরগি মজুত করে বিক্রি করেন। রবিবার গভীর রাতে দোকানটিতে আগুন লাগে। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। স্থানীয় মানুষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। বেলদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।