Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নার বাকচায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে

ময়নার বাকচায় বিজেপির অভিনন্দন যাত্রায় অংশ গ্রহন করায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। বুধবার রাতে ৩০জনের তৃনমূল আশ্রিত হার্মাদ বাহিনী বাকচার ৮নং অঞ্চলে ভঞ্জপাড়ায় বোমা হাতিয়ার নিয়ে হামলা চা…


ময়নার বাকচায় বিজেপির অভিনন্দন যাত্রায় অংশ গ্রহন করায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। বুধবার রাতে ৩০জনের তৃনমূল আশ্রিত হার্মাদ বাহিনী বাকচার ৮নং অঞ্চলে ভঞ্জপাড়ায় বোমা হাতিয়ার নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রায় ৮জন বিজেপি সমর্থকের বাড়িতে ভাংচুর,লুটপাট  সহ হামলা করা হয়। এলাকার লোকজন জেগে উঠলে বোমাবাজি শুরু করে দুস্কৃতিরা। বাড়ি থেকে নগত টাকা সহ গহনা চুরি হয়েছে বলেও অভিযোগ। মহিলারা বঁটি ঝাঁটা নিয়ে বেরোলে দূস্কৃতীরা পিছু হটে।ময়না থানার অভিযোগ দায়ের করা হয়েছে।

শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে অশান্ত করে রেখেছে বিজেপি। বারে বারে অশান্ত হয়ে উঠেছে ময়নার বাকচা। গতকালের ঘটনা ঘটিয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরাই। বিজেপির তমলুক সভাপতি নবারুণ নায়েক বলেন সমস্ত ঘটনায় পুলিশের সামনে ঘটেছে। পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল এমনটাই অভিযোগ। বিজেপির অভিনন্দন যাত্রার ওপর হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।