সকাল ৭ টার সময় জ্বলন্ত দুটি মহিলার দেহ উদ্ধার করল হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। শিল্পাঞ্চল হলদিয়ার হুগলি নদীর তীরে হলদিয়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি তে নদীর ধারে নির্জন জায়গায় দুটি দেহ জ্বলতে দেখি স্থানী…
![]() |
দেশমানুষ |
সকাল ৭ টার সময় জ্বলন্ত দুটি মহিলার দেহ উদ্ধার করল হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। শিল্পাঞ্চল হলদিয়ার হুগলি নদীর তীরে হলদিয়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি তে নদীর ধারে নির্জন জায়গায় দুটি দেহ জ্বলতে দেখি স্থানীয় এলাকাবাসী। ঝিকুরখালি এলাকাবাসীরা হলদিয়ার দুর্গাচক থানার প্রশাসনকে খবর দিলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুটি দেহ জ্বলন্ত অবস্থায় পড়ে রয়েছে। জল দিয়ে তাদের নেভানো হয়। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। অনুমান করা যায় যে মাটি খুঁড়ে তাদের কবর দেওয়ার পরিকল্পনা ছিল।