Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্তে শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫১১তম প্রথম আগমন মহোৎসব পালিত হল তমলুকের মহাপ্রভু মন্দিরে

তাম্রলিপ্তে শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫১১তম প্রথম আগমন মহোৎসব পালিত হল তমলুকের মহাপ্রভু মন্দিরে।
শনিবার তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড থেকে হাজার হাজার ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। এই শোভাযাত্রায় সামিল হন প…


তাম্রলিপ্তে শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫১১তম প্রথম আগমন মহোৎসব পালিত হল তমলুকের মহাপ্রভু মন্দিরে।
শনিবার তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড থেকে হাজার হাজার ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। এই শোভাযাত্রায় সামিল হন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাপ্রভূ মন্দিরের সেবায়িত সহ জেলার বিভিন্ন প্রান্তের ভক্তগন এই শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়াও কোলকাতার ইসকন মন্দির থেকেও ভক্তরা আসেন। শুভেন্দু অধিকারী খোল বাজিয়ে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজ্যের পরিবহন সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন সারা বিশ্বের মধ্যে সর্ব বৃহৎ শ্রী চৈতন্য দেবের মূর্তি স্থাপন হবে এই তমলুকে। আগামী বছর গুলিতে একই ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগামন তিথি পালন করা হবে।

শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম আগমন মহোৎসবের শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবিন্দ্রনাথ সেন, পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক সহ তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর এই কীর্তন শোভাযাত্রায় অংশ নেন। বিজেপির তমলুক সাংগঠনিক সভাপতি নবারুণ নায়েক কটাক্ষ করে বলেন ঠেকায় পড়ে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সামনেই পুরসভার ভোট। তাই পুরো ভোটকে সামনে রেখেই এমন কীর্তন করছেন।