গোটা দেশজুড়ে জনতার কারফিউ চলছে। করোণা ভাইরাসের সংক্রমণ রুখে দিতে জনতার কাছেস্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল থেকে শুরু হয়েছে শুরু হয়েছে জনতার কার্ফু। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত জায…
গোটা দেশজুড়ে জনতার কারফিউ চলছে। করোণা ভাইরাসের সংক্রমণ রুখে দিতে জনতার কাছেস্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল থেকে শুরু হয়েছে শুরু হয়েছে জনতার কার্ফু। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত জায়গায় জনতার কার্ফিউ চলছে। সমস্ত রাস্তাঘাট একেবারে শুনশান।
দীঘা পর্যটন কেন্দ্র মানব শূন্য সমুদ্র সৈকত। দু-একজন ছাড়া রাস্তায় কোনো লোককে দেখা যাচ্ছে না।যে কজন দিঘা পর্যটন কেন্দ্রে রয়েছে তারা হোটেল বন্দী হয়ে রয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতেই মানুষের এমন পদক্ষেপ।