Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা শ্রমজীবী মহিলাদের জেল ভরো কর্মসূচি

সকলের জন্য কাজ, সমস্ত মহিলা শ্রমিককে ন্যূনতম মজুরি ও সম কাজে সম বেতন। প্রকল্প শ্রমিকদের শ্রমিকের মর্যাদা সহ একাধিক দাবিতে এবং এনআরসি, এনপিআর, সিএ এ এর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা শ্রমজীবী মহিলাদের জেল ভরো কর্মসূচি পালন করল শ্র…


সকলের জন্য কাজ, সমস্ত মহিলা শ্রমিককে ন্যূনতম মজুরি ও সম কাজে সম বেতন। প্রকল্প শ্রমিকদের শ্রমিকের মর্যাদা সহ একাধিক দাবিতে এবং এনআরসি, এনপিআর, সিএ এ এর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা শ্রমজীবী মহিলাদের জেল ভরো কর্মসূচি পালন করল শ্রমজীবী মহিলা যৌথ মঞ্চ পূর্বমেদিনীপুর জেলা শাখা। তমলুকের হাসপাতাল মোড় থেকে মিছিল করে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে জেল ভরো কর্মসূচি পালন করল শ্রমজীবী মহিলা যৌথ মঞ্চ।


জেলাশাসকের দপ্তরে পৌঁছানোর আগেই কয়েকটি ব্যারিকেড তৈরি করে পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর সামনে কয়েকজন শ্রমজীবী মহিলারা আটকে পড়ে। পরে ম্যাজিস্টেড এসে অ্যারেস্ট করে পরে ছেড়ে দেওয়া হয়। জেল ভরো কর্মসূচিতে নেতৃত্ব দেন বামপন্থী শ্রমজীবী মহিলা সম্পাদিকা সবিতা ভট্টাচার্য্যসহ জনা পঞ্চাশেক মহিলারা।