Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির দেখালো ভ্রমণ কীভাবে শিক্ষামূলক হয়ে ওঠে

------------
 ভ্রমণ নিছক বিনোদন থাকলো না, হয়ে উঠলো শিক্ষামূলক।  ছাত্রছাত্ররা জানলো নৃতত্ত্ব,ভূতত্ত্ব,মহাকাশবিদ্যা। জানলো যৌথ ক্ষেত্রীয় সমীক্ষার গুরুত্ব। আর এসবের দিকনির্ণয় করে দিলেন শিক্ষকশিক্ষিকারা।

পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপ…


------------
 ভ্রমণ নিছক বিনোদন থাকলো না, হয়ে উঠলো শিক্ষামূলক।  ছাত্রছাত্ররা জানলো নৃতত্ত্ব,ভূতত্ত্ব,মহাকাশবিদ্যা। জানলো যৌথ ক্ষেত্রীয় সমীক্ষার গুরুত্ব। আর এসবের দিকনির্ণয় করে দিলেন শিক্ষকশিক্ষিকারা।

পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ ছিল আজ শুক্রবার। সমগ্র শিক্ষা মিশন, পশ্চিম মেদিনীপুর জেলার আর্থিক সাহায্যে দীঘা ভ্রমণে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। দ্রষ্টব্য স্থান হিসাবে ছিল 'দীঘা বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় বিজ্ঞান শিবির' যা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে গড়ে উঠেছে। যেখানে আছে বিজ্ঞান বিষয়ক নানান প্রদর্শনী ও ব্যাখ্যা। আছে থ্রি-ডি শো মাধ্যমে মহাকাশবিদ্যা,জীববৈচিত্র্য দেখানো ও ব্যাখ্যার বন্দোবস্ত।
 পাশাপাশি  বিশ্ববাংলা লোগো, সমুদ্রের অগাধ জলরাশি ও তরঙ্গ ,অন্তহীন নীল আকাশ, অমরাবতী পার্ক,জগন্নাথ মন্দির, ঝাউবন,বালিয়াড়ি ইত্যাদি তো দেখার তালিকায় ছিলই। যৌথ ক্ষেত্রীয়  সমীক্ষার মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা প্রসঙ্গেও কিছুটা ধারণা পেল ছাত্রছাত্রীরা।

স্বাভাবিক কারণে ভ্রমণ হয়ে উঠলো জ্ঞান সঞ্চয়ের মাধ্যম। স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, "আমাদের ছাত্রছাত্রীরা বাইরে বেড়াতে যেতে পারে না সচরাচর।  তাই আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলাম । 'সমগ্র শিক্ষা মিশন' ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আমরা খুশি। ভ্রমণের মাধ্যমে ছাত্রছাত্রীরা নানা বিষয়ে শিক্ষা লাভ করলো। এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ খুব জরুরি। "