নিজস্ব প্রতিবেদক,বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম ...ঝাড়গ্রাম জেলার মানুষদের আইনি সচেতন এবং আইনি অধিকার পাইয়ে দিতে তিনি সদা সর্বদা ছুটে চলেছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে , তিনি বোঝাতে চাইছেন সাধারণ মা…
নিজস্ব প্রতিবেদক,বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম ...ঝাড়গ্রাম জেলার মানুষদের আইনি সচেতন এবং আইনি অধিকার পাইয়ে দিতে তিনি সদা সর্বদা ছুটে চলেছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে , তিনি বোঝাতে চাইছেন সাধারণ মানুষ যেন যেকোন আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন বা যারা জড়িয়ে পড়েছেন তাঁরা কিভাবে উদ্ধার হবেন । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের "অধিকার মিত্র" রীতা দাস দত্ত কে জঙ্গল মহলের মানুষ "কোর্টের দিদি" বলেই চেনেন। প্রসূতি মা কে রক্ত দিয়ে বাঁচিয়ে ছিলেন বলে তিনি সুবর্ণরৈখিক এলাকার লোকেদের কাছে তিনি "সুবর্ণলক্ষী" । আজকে ওই কোর্টের দিদি কে অন্য রূপেই দেখা গেলো। ছেলে শ্রীকৃষ্ণ চৈতন্য দত্তের জন্মদিনে গোপীবল্লভপুর দুই ব্লকের সীমান্তবর্তী এলাকা নিমাডাঙ্গর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে তিথি ভোজন করলেন রক্ত যোদ্ধা রীতা দাস দত্ত। সহযোগিতায় ছিলো সুবর্ণরৈখিক ভাষা পরিবার ।
তিথি ভোজন প্রকল্প হলো প্রধানমন্ত্রী পোষণ (PM POSHAN) কর্মসূচির অধীনে একটি উদ্যোগ, যার মাধ্যমে কোনও বিশেষ দিন (যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, উৎসব) উপলক্ষে সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে মিলের পাশাপাশি অতিরিক্ত পুষ্টিকর খাবার পরিবেশন করতে পারে, যা শিশুদের পুষ্টি ও মিড-ডে মিলের আকর্ষণ বাড়াতে সাহায্য করে।
স্কুল ছাত্র ছাত্রী দের পাতে ছিলো - স্ল্যাড , ভাত , ডাল , সবজি , মাংস , মিষ্টি ,পাঁপড়। উপস্থিত ছাত্র ছাত্রী দের ফাইল , খাতা , পেন , নাম লিখার স্টিকার , চকলেট দেওয়া হয়। উক্ত তিথি ভোজন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার রাউত আমাদেরকে জানান রীতা মেডামকে আমরা কোর্টের দিদি বলেই জানতাম আজকে ওনার আর এক মানবিক পরিচয় দেখলাম।