একদিকে করোনা ভাইরাস এর আতঙ্ক, আবার অন্য দিকে প্রয়োজনীয় মাস্ক এবং স্যানিটাইজার বাজার থেকে উধাও। যদিও বা পাওয়া যাচ্ছে , তাও চড়া দামে। সাধারনের নাগালের বাইরে। ডাক্তাররা বার বার হাত ধোয়ার নির্দেশ দিচ্ছেন। কিন্তু গ্রাম বাংলার সাধ…
তাই দেখে নিন কি ভাবে বাড়িতে বসে অল্প খরচে স্যানিটাইজার তৈরি করা যায়। প্রায় প্রত্যেক বাড়িতে অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরার পাতা কেটে ভেতর থেকে জেলটা বের করে নিতে হবে। তার পর ওর সঙ্গে সার্জিকাল স্পিরিট বা অ্যালকোহল মিশিয়ে তৈরি করা যায় স্যানিটাইজার। 60 ভাগ সার্জিক্যাল স্পিরিট আর 40 ভাগ অ্যালকোহল মিক্সি বা অন্য কোনভাবে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে হ্যান্ড স্যানিটাইজার। আবার এতে গন্ধ আনার জন্য স্যাভলন বা ডেটল জাতীয় কিছু মিলিয়ে দিলেই হবে। খুব কম খরচে ঘরোয়া উপায়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে নিলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।