Page Nav

HIDE

Post/Page

May 18, 2025

Weather Location

Breaking News:

প্রকাশিত হল জ্বলদর্চি'র 'বিশ্ব কবিতা দিবস' সংখ্যা

রবিবার  তথা ১ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হল জ্বলদর্চি'র মার্চ সংখ্যা।  এবারের বিষয় : বিশ্ব কবিতা দিবস। মেদিনীপুর শহরের এক ঘরোয়া আড্ডায় রবিবার সংখ্যাটি প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্রগবেষক অনুত্তম ভট্টাচার্য।  উপস্থিত ছিলেন লেখক ও…



রবিবার  তথা ১ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হল জ্বলদর্চি'র মার্চ সংখ্যা।  এবারের বিষয় : বিশ্ব কবিতা দিবস। মেদিনীপুর শহরের এক ঘরোয়া আড্ডায় রবিবার সংখ্যাটি প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্রগবেষক অনুত্তম ভট্টাচার্য।  উপস্থিত ছিলেন লেখক ও গবেষক নরেন হালদার,  অনুপ মাহাত প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ দিনটিকে 'বিশ্ব কবিতা দিবস' হিসাবে মর্যাদা দিয়েছে। কবিতাই পারে আগামী সুন্দর-পৃথিবীর স্বপ্ন দেখাতে। তাই কবিতাপ্রেমীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে মাথায় রেখেই জ্বলদর্চির এবারের এই বিষয় পরিকল্পনা।


এই সংখ্যায় কবিতা লিখেছেন রাখহরি পাল, নরেন হালদার, অনুপ মাহাত, তাপস কুমার দত্ত, অশ্বঘোষ,বিমল মণ্ডল, জয়া মুখার্জী, জানকীনাথ মাণ্ডী,সুস্মিতা সান্যাল, সন্দীপ কাঞ্জিলাল। কবিতা কী, কেন লিখি কবিতা -- এই নিয়ে বিশেষ গদ্য লিখেছেন কবি- প্রাবন্ধিক সন্দীপ কাঞ্জিলাল। এছাড়াও রয়েছে সুদর্শন নন্দীর একটি অণুগল্প 'পিয়ারীবাবুর পেয়ারাগাছ'। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন ঋত্বিক ত্রিপাঠী।