ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আজ ১ মার্চ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও এগরা মহকুমায় সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তমলুকে কুলবেড়িয়া ভীমদেব হা…
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আজ ১ মার্চ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও এগরা মহকুমায় সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তমলুকে কুলবেড়িয়া ভীমদেব হাইস্কুলে প্রায় দুশো জনের উপস্থিতিতে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যাপক রঘুনাথ সেন। তিনি বলেন, কুসংস্কারের বিরুদ্ধে আজীবন যোদ্ধা ছিলেন বিদ্যাসাগর। আজ আমাদের দেশে ধর্মান্ধ শক্তি যখন মানুষে মানুষে বিভেদ ঘটাবার চেষ্টা করছে, তখন বিদ্যাসাগরকে স্মরণ করা, তাঁকে নিয়ে চর্চা করার প্রয়োজনীয়তা আরো বেশি অনুভূত হচ্ছে। তমলুক মহকুমা স্তরে এই প্রতিযোগিতা ১১টি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির জেলা সম্পাদক রাণা ভট্টাচার্য, জেলা সভাপতি ড.পরমেশ আচার্য, কোষাধ্যক্ষ শচীনন্দন কাঁপ, মদন মাইতি, অসিত মেট্যা, সোমনাথ প্রামাণিক, মিনতি হাজরা ,অনুপম মিশ্র , দেবজিৎ বিশ্বাস, দেবিব্রত হোতা প্রমুখ।
এগরা ঝাঁটুলাল হাইস্কুলে এগরা মহকুমাস্তরীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অন্যতম সহ সভাপতি অনাদিনন্দন রথ। ১১টি বিভাগে এই প্রতিযোগিতায় প্রায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ও শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন এগরা কলেজের অধ্যাপক বিকাশ মন্ডল, অসীম মাইতি, অসীম প্রধান, সুভাষ প্রধান, বিমলেন্দু দাস, বিশ্বজিৎ পন্ডিত প্রমুখ।
জানানো হয়, আগামী ৮ ই মার্চ, রবিবার কেলোমাল সন্তোষিণী হাইস্কুলে সকাল দশটা থেকে পূর্ব মেদিনীপুর জেলাস্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতার উদ্বোধন করবেন উদযাপন কমিটির রাজ্য সহ সম্পাদক সম্মানীয় অনুপ সরকার।