Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০২
বিভাগ - কবিতা
শিরোনাম - রঙ জীবন
১৬/৩/২০২০
কবিঃ মধুপর্ণা বসু

আমার কল্পনায় রঙেরা অনুভূতি হয়ে আসে,
রক্তের মতো উষ্ণ, সবুজের মতো কোমল
নীলের অতল গভীর, হলুদ যেন আনমনা,
কল্পনার তরঙ্গে আবদ্ধ রঙেরা ভালোবেসে ভ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০২
বিভাগ - কবিতা
শিরোনাম - রঙ জীবন
১৬/৩/২০২০
কবিঃ মধুপর্ণা বসু

আমার কল্পনায় রঙেরা অনুভূতি হয়ে আসে,
রক্তের মতো উষ্ণ, সবুজের মতো কোমল
নীলের অতল গভীর, হলুদ যেন আনমনা,
কল্পনার তরঙ্গে আবদ্ধ রঙেরা ভালোবেসে ভাবনার রাজস্থলী দূর্গ রচনা করে।
মালভূমির ওপর থেকে বানজারা মেয়েদের  বিচিত্র ঘাঘরার মতো কুশলী তার ভঙ্গিমা, 
এদের পা মাটিতে পড়েনা, এরা নভশ্চর মোহিনীমায়া,
আমার মাটিতে আমি রঙ দেখিনা, তারা পুরনো সাদা কালো ছবিতে আদরের রঙ ভরে দিয়ে মাঝরাতের স্বপ্ন হয়ে দিকশূন্যপুরে রওনা হয়েছে কবেই.......
এখন বসন্ত আসে, উৎসব দিয়ে যায় ঝরা মল্লিকার, শুকনো কৃষ্ণচূড়ায়, বাসি রক্তাক্ত ক্ষতচিহ্ন।