Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকার সাপ্তাহিক প্রতিযোগিতা

#সাপ্তাহিক প্রতিযোগিতা ০৩
#রীতি:        #পদ্য কবিতা

#শিরোনাম: #নয় আতঙ্ক হও সতর্ক
#কলমে:      #দীপংকর নায়েক
#তারিখ:      ২৩/০৩/২০

নয় আতঙ্ক, হও গো শান্ত, সাবধানে চলো সাথী
দূরে ঠেল রোগ, রোগীকে নয় সুস্থ আচার চাই,
প্লেগ,কলেরা,ফ্লু,…


#সাপ্তাহিক প্রতিযোগিতা ০৩
#রীতি:        #পদ্য কবিতা

#শিরোনাম: #নয় আতঙ্ক হও সতর্ক
#কলমে:      #দীপংকর নায়েক
#তারিখ:      ২৩/০৩/২০

নয় আতঙ্ক, হও গো শান্ত, সাবধানে চলো সাথী
দূরে ঠেল রোগ, রোগীকে নয় সুস্থ আচার চাই,
প্লেগ,কলেরা,ফ্লু,ডেঙ্গুতে ধরা,কম্পিত দিন রাতি,
যুগান্তরে মানবতা জয়ী,ভয় নেই ওরে ভাই।

আতঙ্ক ছাড় মাওবাদী ভাই - হিংসাকে রাখো দূরে
ঈর্ষা ভুলো প্রতিবেশী,ত্যাজ্ সীমান্তে ও ফাঁদ পাতা;
আর্ত ত্রাণে উদার প্রাণে ঐ দেখো পুলিশ,সেনারে
দ্বিধা ভয় ভুলে, ভৈ মনোবলে রক্ষিত বিশ্বমাতা।

ভুলে ধর্মী-সাফাই কর্মী,বেশ বরাহ অবতার-
প্রাণ হাতে করে দৈব আধারে ডাক্তার ঢাল হয়ে;
রাজবাহাদুর না করে সবুর,সুরক্ষা দেয় সবার,
সমাবেশ নয়,হও নির্ভয়,হে,প্রার্থনা জানিয়ে।

ষাটোর্ধ মানুষ  ও কচি কাঁচারে দাও নিরাপত্তা
হস্ত ধৌত দুই ঘড়ি বার সাবান;অ্যালকোহলে ,
উষ্ণ নুনজলে করো গার্গেল, মাস্কে ঢাকো সত্তা,
করোনা বিপদ,করো'না ভয়-শত্রু যাবে গো চলে।

অ-প্রচার একেবারে নয়, বলো বরং, আছি পাশে
বন্ধ কাজ -বন্দি ঘরে,ভাবো সংসার বাঁচবে কিসে?
শেয়ার বাজার, ঐ কালোবাজার, টাকা জলে মেসে,
আগে তো বাঁচো,সপরিবারে;হিসেব করো গো শেষে।