Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক প্রতিযোগিতা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০২
কবিতা --করোনা ভাইরাস 
অজয় চক্রবর্তী
১৯  ০৩  ২০২০

অশান্ত হয়েছে পৃথিবীটা আজ ভয়ানক ভাইরাসে,
মরছে মানুষ বেঁচে আছে যারা আতঙ্ক আর ত্রাসে।
সব কলরব হয়েছে স্তব্ধ প্রকৃতির অভিশাপ,
গবেষণাগার মৃত্যুপুরী এ কেমন …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০২
কবিতা --করোনা ভাইরাস 
অজয় চক্রবর্তী
১৯  ০৩  ২০২০

অশান্ত হয়েছে পৃথিবীটা আজ ভয়ানক ভাইরাসে,
মরছে মানুষ বেঁচে আছে যারা আতঙ্ক আর ত্রাসে।
সব কলরব হয়েছে স্তব্ধ প্রকৃতির অভিশাপ,
গবেষণাগার মৃত্যুপুরী এ কেমন পরিহাস!

চলার ছন্দ থেমে গেছে সব ভাইরাস করে তাড়া,
প্রচার যন্ত্র ভীষণ সচল ভয়ে প্রাণ দিশেহারা।
মানুষের সাথে মানুষের যত মেলামেশা সব বন্ধ,
চোখ থাকতেও সকল মানুষ প্রচারে হয়েছে অন্ধ।

স্কুল কলেজ আর অফিস আদালত সবকিছু হলো ছুটি,
প্রাণের ভয়েতে আতঙ্ক যেন ধরছে গলার টুটি।
কেউ আসবেনা, কেউ বসবেনা কেউ বলবেনা কথা,
নিজের প্রতি বিশ্বাসটাও হারিয়ে গিয়েছে হেথা।

দেবালয়ে আজ বন্ধ দুয়ার দেবতারা নিরাপদে,
অসহায় আজ মানুষ পড়েছে দুর্বৃত্তের ফাঁদে।
যে যা ভাবছে , সে তাই বলছে শুনছে মানুষ তাই,
বিশ্বজুড়ে এতো আয়োজন প্রতিকার কোনো নাই ।

দানবের বেশে এসেছে করোনা বিশ্ব গিয়েছে ছেয়ে,
পারছেনা কেউ আটকাতে তাকে হাতের নাগালে পেয়ে।
দিনের শেষে শুধুই হিসেব মৃত্যুর হার কতো,
দেবতা পারেনা মানুষও পারেনা করোনা শক্তি যত।