Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পর্যটন নগরী দীঘাকেও সম্পূর্ণ লক ডাউন

করোনা ভাইরাসের কারনে লক ডাউন চলছে সারা রাজ্য জুড়ে। পর্যটন নগরী দীঘাকেও সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মত দীঘা প্রায় শুনশান। নেই পর্যটক। মঙ্গলবার সকাল থেকে দীঘাতে বাংলা উড়িষ্যা বর্ডারে কড়া নজরদারি চালাচ্ছে দীঘা থান…


করোনা ভাইরাসের কারনে লক ডাউন চলছে সারা রাজ্য জুড়ে। পর্যটন নগরী দীঘাকেও সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মত দীঘা প্রায় শুনশান। নেই পর্যটক। মঙ্গলবার সকাল থেকে দীঘাতে বাংলা উড়িষ্যা বর্ডারে কড়া নজরদারি চালাচ্ছে দীঘা থানার পুলিশ। কিন্তু উড়িষ্যার দিক থেকে কাতারে কাতারে লোক ঢুকছে বর্ডার পেরিয়ে বাংলার দিকে। পরিবহণ ব্যবস্থা বন্ধ কিন্তু এত মানুষ যারা উড়িষ্যা থেকে বাংলায় ঢুকছে তাদের বাড়ি ফেরা অনিশ্চিত। ওল্ড দীঘা ও নিউ দীঘা এলাকায় যেসব দোকানপাট খোলা ছিলো তা বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি পথ চলতি মানুষকেও বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন। এক জায়গায় যাতে জমায়েত না হয় তাও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।