Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘায় সাধারণ মানুষকে বাড়ি মুখি করতে পুলিশের লাঠি চার্জ

দিঘায় সাধারণ মানুষকে বাড়ি মুখি করতে পুলিশের লাঠি চার্জ।।
 পর্যটন নগরী দীঘাতে লক ডাউন চললেও বেশকিছু স্থানীয় মানুষেরা বাইরে বেরোচ্ছেন। কিছু জায়গায় দোকানপাট খোলাও ছিলো। কিন্তু পুলিশি তৎপরতায় সকাল থেকে চলে অভিযান। অযথা বাড়ির বাইরে …



দিঘায় সাধারণ মানুষকে বাড়ি মুখি করতে পুলিশের লাঠি চার্জ।।
 পর্যটন নগরী দীঘাতে লক ডাউন চললেও বেশকিছু স্থানীয় মানুষেরা বাইরে বেরোচ্ছেন। কিছু জায়গায় দোকানপাট খোলাও ছিলো। কিন্তু পুলিশি তৎপরতায় সকাল থেকে চলে অভিযান। অযথা বাড়ির বাইরে যারা বেরিয়েছেন তাদেরকে বাধ্য হয়ে লাঠি চার্জ করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। চা কিংবা খাওয়ার দোকান খোলা থাকলে তা তৎক্ষনাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে রুটমার্চ করা হয়। দীঘাতে লক ডাউন রাখতে দীঘা থানার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দোকান খোলা রাখার জন্য ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল থেকে সমস্ত যানবাহন বন্ধ রয়েছে। এই মুহূর্তে দীঘায় কোন পর্যটক না থাকলেও স্থানীয় বেশ কিছু মানুষজন রাস্তায় বেরিয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারেবারে অনুরোধ করা হচ্ছে তারা যেন বাড়ির বাইরে না বেরন।বেশ কিছু উৎসাহী মানুষ রাস্তায় মোটর সাইকেল নিয়ে বের হলে পুলিশ তাদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়।