Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনায় লকডাউনের জেরে আটকে পড়া মানুষদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত প্রধান

করোনায় লকডাউনের জেরে আটকে পড়া মানুষদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত প্রধান।
করোনা রুখতে সারা দেশে চলছে লকডাউন।তার ফলে দেশের  বিভিন্ন প্রান্তে আটকে পড়েছে বিভিন্ন পেশার মানুষ, তেমনি মূর্শিদাবাদের বেশ কিছু মানুষ…


করোনায় লকডাউনের জেরে আটকে পড়া মানুষদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত প্রধান।

করোনা রুখতে সারা দেশে চলছে লকডাউন।তার ফলে দেশের  বিভিন্ন প্রান্তে আটকে পড়েছে বিভিন্ন পেশার মানুষ, তেমনি মূর্শিদাবাদের বেশ কিছু মানুষ পূর্ব মেদিনীপুরে হকারি, কেউ পাড়ায় পাড়ায় জিনিস ফেরী করে জিবীকা নির্বাহ করত।লকডাউনের ফলে এই রকম ই ৪০ জন হকার  আটকে পড়ে নন্দকুমারে , এমনি অবস্থা তাদের কাছে খাওয়ার পয়সা টুকুও ছিলনা।বেশ কিছু সহৃদয় ব্যাক্তি কিছু কিছু সাহায্য করেছে।একদিকে পয়সা বিহীন অপর পরিবার আপনজনদের টান,তারা চোখের সামনে অন্ধকার দেখছিল।তারা বিভিন্ন  প্রশাসনের দারস্থ হয় তাদের বাড়ি পৌছানোর জন্য।এই অবস্থায় পাশে এসে দাড়ায় কুমোর আড়া গ্রাম পঞ্চায়েত। গ্রামপ্রধানের সহযোগিতায় শনিবার ঐ ৪০ জনকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় ।খুশি ঐ অসহায় মানুষগুলো তারা এই মহামারির মধ্যে পরিবারের পাশে থাকতে পারবে।ফেনে যখন তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলছিল চোখে আনন্দ অশ্রু চিক চিক করছিল।যাবার সময় বিদায় জানানো টা যেন কত আনন্দের।