Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের দাউদপুর নিউ রুপতীর্থ যুব সংঘের উদ্যোগে ভবঘুরে মানুষদের দুমুঠো খাওয়ার তুলে দেওয়ার ব্যবস্থা করলো

এলাকাবাসীর পাশে দাউদপুর নিউ রুপতীর্থ যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠন! পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ দিন যতই এগিয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল ততই বেড়ে চলেছে।কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মোকাবিলা করতে হচ্ছে সাধারণ মানুষকে।সাধ…


এলাকাবাসীর পাশে দাউদপুর নিউ রুপতীর্থ যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠন! পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ দিন যতই এগিয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল ততই বেড়ে চলেছে।কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মোকাবিলা করতে হচ্ছে সাধারণ মানুষকে।সাধারণ মানুষ লকডাউনের মধ্যে খাবারের সমস্যা যাতে না হয় বেশিরভাগ লোক অধিক পরিমাণে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন তুলে নিয়েছে।কিন্তু যারা ভবঘুরে মানুষ, যারা টাকা পয়সা কোন কিছুই বোঝে না, কারো দুয়ারে, কারো দোকানে লোকের ফেলে দেওয়া খাওয়ার খেয়ে বেঁচে থাকে।তাদের কি পরিস্থিতি হবে, কোথায় পাবে তারা খাবার।এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের দাউদপুর নিউ রুপতীর্থ যুব সংঘের উদ্যোগে এলাকার আনাচে-কানাচেতে ছড়িয়ে থাকা ভবঘুরে মানুষদের দুমুঠো খাওয়ার তুলে দেওয়ার ব্যবস্থা করলো।পাশাপাশি দাউদপুর, ভাটদা, ছত্রী, আড়িয়াপোতা, আলিপুর প্রভৃতি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ও যারা পানবরজে কাজ করছে তাদেরকে মাস্ক ও সাবান বিলি করেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।এ দিন তাঁরা কয়েক হাজার মাস্ক ও সাবান বিতরণ করেন।এর সাথে একটি করে করোনা সচেতনতার লিফলেটও দেওয়া হয় এলাকার বাসিন্দাদের।আয়োজক সংস্থার পক্ষ থেকে মোট পাঁচটি দলে ভাগ হয়ে এই বিতরণের কাজটি চলছে বলে জানান সংঘের সভাপতি দেবাশিষ দাস।তবে এই উদ্যোগে এলাকাবাসী খুবই খুশি। উপস্থিত ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না দাস, সংস্থার সম্পাদক সত্যজিৎ গিরি, গোপাল দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ সাউ, পান্নালাল পাত্র, গৌতম জানা প্রমুখ।