Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক ও শহীদ মাতঙ্গিনী ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে দিল্লিতে গণহত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল

বিজেপি ছিঃ ছিঃ ছিঃ স্লোগানকে সামনে রেখে ধিক্কার মিছিলে শামিল হলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেস।।
বিজেপির দ্বারা সংঘটিত দিল্লির গণহত্যা প্রতিবাদে এবং দেশব্যাপী বিভেদের রাজনীতির প্রতিবাদে এই ধিক্কার মিছিল। তমলুকের মানিকতলা মোড় থেকে …



 বিজেপি ছিঃ ছিঃ ছিঃ স্লোগানকে সামনে রেখে ধিক্কার মিছিলে শামিল হলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেস।।
বিজেপির দ্বারা সংঘটিত দিল্লির গণহত্যা প্রতিবাদে এবং দেশব্যাপী বিভেদের রাজনীতির প্রতিবাদে এই ধিক্কার মিছিল। তমলুকের মানিকতলা মোড় থেকে তমলুক শহর পরিক্রমা করে তমলুক হাসপাতাল মোড়ে এই ধিক্কার মিছিল শেষ হয়। ধিক্কার মিছিল ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, তমলুক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মহাপাত্র সহ একাধিক নেতৃত্ববৃন্দ। ধিক্কার মিছিলে অংশ নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।



শহীদ মাতঙ্গিনী ব্লক তৃনমল কংগ্রেসের উদ্যোগে দিল্লিতে গণহত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল । ছিঃ বিজেপি  ছিঃ।নোনাকুড়ি, কাকটিয়া জানুবসান বাজার সহ বল্লুক গোপালবাড়,যশোমন্তপুর,জানুবসান গ্রাম সহ প্রায় 5 কিমি মিছিল হয়। উপস্থিত ছিলেন জয়দেব বর্মন, শরৎ মেট্যা, শোভা সাউ, অপূর্ব জানা পঞ্চানন দাস সহ বিভিন্ন ব্লক নেতৃত্ব ।কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত,  পঞ্চায়েত সমিতির সদস্য, শাখা সংগঠনের নেতৃবৃন্দ ।