ঝিকুরখালি তে দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের গ্রেফতারের 90 দিনের মধ্যে কোটে চার্জশিট পেশ ও বিচার পর্ব সহ অন্যান্য দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করল বামফ্রন্ট।।
হলদিয়ার ঝিকুরখালি এলাকায় …
ঝিকুরখালি তে দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের গ্রেফতারের 90 দিনের মধ্যে কোটে চার্জশিট পেশ ও বিচার পর্ব সহ অন্যান্য দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করল বামফ্রন্ট।।
হলদিয়ার ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে নিশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসপি অফিস ঘেরাও অভিযান বামফ্রন্টের।তমলুকের হাসপাতাল মোড় থেকে বামফ্রন্টের কর্মী-সমর্থকরা মিছিল করে এসে তমলুকের মানিকতলায় এসপি অফিসে ডেপুটেশন দেয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। উপস্থিত ছিলেন আরএসপির জেলা সম্পাদক অমৃত মাইতি, বিধায়ক অশোক কুমার দিন্দা, বিধায়ক ইব্রাহিম আলী সহ বামফ্রন্টের নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন মিনতি ঘোষ, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য।
উল্লেখ্য গত 18 ফেব্রুয়ারী হলদিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারে। পরে জেলা পুলিশ শেখ সাদ্দাম ও নিজামউদ্দিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। দুই ব্যক্তি এখন 14 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পরে আরো একজন শুকদেব দাস নামে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।