বাঙালির পয়লা বৈশাখ পালনে ছন্দপতন। বর্গভীমা মন্দিরে পুজো না দিয়েই শুরু হলো নতুন বছর।।
পূর্ব মেদিনীপুর এর তমলুকের বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। সেই থেকেই 51 পিঠ এর একপিঠ বলে পরিচিত এই বর্গভীমা মন্দির। কবে …
বাঙালির পয়লা বৈশাখ পালনে ছন্দপতন। বর্গভীমা মন্দিরে পুজো না দিয়েই শুরু হলো নতুন বছর।।
পূর্ব মেদিনীপুর এর তমলুকের বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। সেই থেকেই 51 পিঠ এর একপিঠ বলে পরিচিত এই বর্গভীমা মন্দির। কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তা সবার ই অজানা। সারা বছর হাজার হাজার মানুষের সমাগম এ ভরে থাকতো মন্দির। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন আসতেন এই মন্দিরে পুজো দিতে। বিশেষ করে পয়লা বৈশাখ এর দিনে আগের দিন রাত থেকে মানুষকে লাইন দিতে দেখা যেত। এই দিনে ভিড় এ ভরে থাকতো মন্দির। কিন্তু আজ সেই ভিড় আর নেই। করোনা ভাইরাস এর কারনে বন্ধ রয়েছে মন্দির। আজ সামান্য কিছু মানুষ এসে বাইরের গেট থেকে মায়ের পুজোর ফুল ছুঁইয়ে হালখাতা সারছেন। কিছু মানুষজন বন্ধ মন্দিরের বাইরে থেকে নতুন বছরের প্রণাম জানিয়ে গেলেন মাকে। মন্দিরে আসা বেশ কিছু ভক্তের আবেদন তাড়াতাড়ি করোনা ভাইরাস থেকে যেন মুক্তি পায় বিশ্ববাসী।।