Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিষ্টির বদলে দেওয়া হোল স্যানিটাইজার, মাক্স, হ্যান্ড ওয়াশ

পয়লা বৈশাখে ক্রেতাদের দেওয়া হল মিষ্টির বদলে স্যানিটাইজার, মাক্স, হ্যান্ড ওয়াশ সহ করোনা ভাইরাস মোকাবিলার নিত্য প্রয়োজনীয় জিনিস।।

আজ পয়লা বৈশাখ। তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তবেই ব্যবসায়ীদাররা তাদের হালখাতা সারেন। দো…


পয়লা বৈশাখে ক্রেতাদের দেওয়া হল মিষ্টির বদলে স্যানিটাইজার, মাক্স, হ্যান্ড ওয়াশ সহ করোনা ভাইরাস মোকাবিলার নিত্য প্রয়োজনীয় জিনিস।।

আজ পয়লা বৈশাখ। তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে তবেই ব্যবসায়ীদাররা তাদের হালখাতা সারেন। দোকানে যেসব ক্রেতারা আসেন তাদের হাতে মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার তুলে দেওয়া হয় প্রতিবছরই পয়লা বৈশাখে। কিন্তু সেই পয়লা বৈশাখে এবারে ঘটেছে ছন্দপতন। করোনা ভাইরাস এর ফলে দেশব্যাপী চলছে লকডাউন। ফলে ব্যবসায়ীদের হালখাতা এবারে বন্ধ রয়েছে। কিন্তু তমলুক শহরে যেসব ওষুধ দোকান খোলা রয়েছে তাদের মধ্যে একটি ওষুধ দোকানে দেখা গেল, পয়লা বৈশাখে যেসব ক্রেতা দোকানে আসছে ওষুধ কিনতে তাদের ঠান্ডা পানীয় খাওয়ানোর পরে হাতে তুলে দিল একটি প্যাকেট। যে প্যাকেটের মধ্যে রয়েছে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মাক্স, টুথব্রাশ কলগেট সহ করোনা ভাইরাস মোকাবিলার নিত্যপ্রয়োজনীয় জিনিস। ক্রেতারা এই প্যাকেট পেয়ে বেজায় খুশি। প্রত্যেক বছর পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার পেত তারাই আজ কিনা করোনা ভাইরাস মোকাবেলা তো প্রয়োজনীয় জিনিস হাতে পাচ্ছে।