Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সম্মাননা

বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম- #খোলাচিঠি
কলমে- #জগবন্ধু_রক্ষিত।
তাং- ৩০.০৪.২০২০

আমার আর বাল্যবিবাহের ভয় নেই মা।
এক চিতায় স্বামীর সঙ্গে সহমরণেও যেতে হয় না।
এখন আমি ইচ্ছে করলেই যত খুশী শিক্ষিত হতে পারি,
কোনো সামাজিক বাধানিষেধ নেই;
ধর্…


বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম- #খোলাচিঠি
কলমে- #জগবন্ধু_রক্ষিত।
তাং- ৩০.০৪.২০২০

আমার আর বাল্যবিবাহের ভয় নেই মা।
এক চিতায় স্বামীর সঙ্গে সহমরণেও যেতে হয় না।
এখন আমি ইচ্ছে করলেই যত খুশী শিক্ষিত হতে পারি,
কোনো সামাজিক বাধানিষেধ নেই;
ধর্মীয় প্রতিবন্ধকতা নেই।
এখন আমি বেশ আছি মা।

উন্নত প্রযুক্তি আমাকে অনায়সে সতেজ করে এখন;
অধিকারের লড়াই শেখায়;
টিকে থাকার এক অদ্ভুত গেমপ্ল্যান করতে পারি ভেতরে ভেতরে;
অফিস,আদালত সবখানে মতামত দেওয়ার স্বাধীনতা আছে আমার।

মা,তোমার শ্যামা এখন রোজ মনের মতো সাজতে পারে;
গোপনে রাখা ইচ্ছেগুলো একে একে বাস্তবের সাথে মেলাতে পারে;
অনুভূতির আড়ালে থেকেও বুকে বল নিয়ে সবকিছু অনুভব করতে পারে...
এখন আমি বেশ আছি মা।

শুধু অন্ধকারে পথ চলতে গেলে পাশে একজন পুরুষ লাগে;
হোটেলের বদ্ধ কামরা থেকে মাঝে মাঝে আর্তনাদ করতে হয়;
অফিসে কোনো না কোনো ভাবে বস এর মন জুগিয়ে চলতে হয়;
আর রোজ রাতে সেজেগুজে আভিধানিক উষ্ণতা ছড়াতে হয়...
এগুলো বাদ দিলে এখন আমি বেশ আছি মা।

মা,তুমি আমাকে শক্তি দাও,
ত্রিশূল দাও;
অসুরনাশের ভরসা দাও।
প্রেম দাও...

আমি আবার বলতে চাই,
এখন আমি বেশ আছি মা...

                              ইতি,
                             তোমার শ্যামা