Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সম্মাননা

#কবিতা #

#আমার বিকেলবেলা #

#শ্বেতা ব্যানার্জী#
 _________________

গোধুলির যন্ত্রণাকে ঈশ্বরের কাছে রেখে
আমি তোমার স্পর্শসুখ  সযত্নে অন্তরে রাখি ।
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখি --
আছড়ে পরা ঢেউ এর আকুতি,
যেন অনেক কিছু বলতে গিয়েও
হারিয়…


#কবিতা #

#আমার বিকেলবেলা #

#শ্বেতা ব্যানার্জী#
 _________________

গোধুলির যন্ত্রণাকে ঈশ্বরের কাছে রেখে
আমি তোমার স্পর্শসুখ  সযত্নে অন্তরে রাখি ।
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখি --
আছড়ে পরা ঢেউ এর আকুতি,
যেন অনেক কিছু বলতে গিয়েও
হারিয়ে ফেলেছে তার বেদনার ভাষা।

প্রৌঢ়ত্বের চৌকাঠ -- যেন হেঁশেল শেষের ঘর,
পাপড়িরা  আজ ফিকে হয়ে গেছে।
নিকানো উঠানে ভোরের রোদটুকু মেখে,
জীবনের ওঠা-বসা এই সূর্যকিরণের দেশে
চলৎশক্তিহীন আজ মনের আকুলতা

জীবনের দ্রাঘিমাংশ যেখানে শেষ হয়েছে,
সেখানেই  মিলন খুঁজি গোপনে --

ভাঙা তরী উজানের গান গাওয়া ভুলে গেছে,
দীর্ঘশ্বাসের বালিতে ভাটায় মুখ থুবড়ে
দাঁড়িয়ে দ্যাখে, গাংশালিকের গৃহস্থালি।
গাঙে জোয়ার আসে, মাঝিমাল্লারা
নতুন নাও - এর দাঁড় বেয়ে ভেসে যায়
কোনও এক দিশাহারা অজানা সমুদ্রে যেন .....

অবেলার গোধূলি গায়ে মেখে--
তুমি এসো দাঁড়াও, পিঠে হাত রাখ, আমি শিহরিত
আচম্বিতে ফিরে চোখ রাখি, তোমার চোখে।
যেখানে নীরব প্রশ্রয় ও ভালোবাসার আলিঙ্গন।

তুমি ভাসিয়ে নিয়ে যাও---

আমি প্রাণের ঠাকুর রবি ঠাকুর কে স্মরণ করি---

"সব পথ এসে মিলে গ্যালো শেষে... "