#বর্ষবিদায়_লগ্নে
#শিরোনাম : #শেষের সঞ্চয়
#কলমে : #দীপঙ্কর নায়েক
#তারিখ : ১৩/০৪/২০
প্রেমি বকুল ছাপিয়ে দুকুল বুক ঢালা সুগন্ধ,
তোমার আলোকে প্রেম পালকে প্রীত পুষ্ট আনন্দ;
অক্ষয় বাসা সঞ্চিত আশা আলো আকুলিত অন্ধ,
তুমি…
#বর্ষবিদায়_লগ্নে
#শিরোনাম : #শেষের সঞ্চয়
#কলমে : #দীপঙ্কর নায়েক
#তারিখ : ১৩/০৪/২০
প্রেমি বকুল ছাপিয়ে দুকুল বুক ঢালা সুগন্ধ,
তোমার আলোকে প্রেম পালকে প্রীত পুষ্ট আনন্দ;
অক্ষয় বাসা সঞ্চিত আশা আলো আকুলিত অন্ধ,
তুমি ওগো রাই মিলি এক ঠাঁই আশ্বাস জীবন্ত।
সুখ বন্দরে প্রাণের অন্দরে স্বপ্ন অঙ্কিত মিল
এসেছি বুকে স্বপ্নালু সুখে বেঁধে ছিলে মায়া ডোরে;
ওই মধুমাস আসে তোমার প্রশ্বাসে স্বপ্নঝিল,
নীল শালুকে লুকিয়ে রাখে প্রেম ঘুঘু ডাকা ভোরে।
ফাল্গুনী রাগ আমিত্ব ডুবে থাক মোদের আলিশে,
সঞ্চিত ব্যথা অথবা চুপকথা মুছে উষ্ণ স্পর্শে;
হৃদয় জুয়াড়ি মন উজাড়ি সুপ্ত রাখা বালিশে,
নরম উঠোনে বন্দি সে গানে অনুরক্ত আবেশে।
অন্ধ ছায়া পিছু চলি নিঃশর্তে বলি নিষ্ঠা নিচয়,
বৈঁচি ফুলে মালা সব বুক ঢালা শেষের সঞ্চয়।