Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জ্বলদর্চির বৈশাখী আড্ডায় চাঁদের হাট

জ্বলদর্চির বৈশাখী আড্ডায় চাঁদের হাট
---------------------------

তাপস কুমার দত্ত

আজ প্রকাশিত হল জ্বলদর্চি পত্রিকার নববর্ষ সংখ্যা। সারা পৃথিবী যখন ঘরবন্দি দশায় জ্বলদর্চি তখনও তার দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছে। এই সংখ্যার প্রচ্ছ…


জ্বলদর্চির বৈশাখী আড্ডায় চাঁদের হাট
---------------------------

তাপস কুমার দত্ত

আজ প্রকাশিত হল জ্বলদর্চি পত্রিকার নববর্ষ সংখ্যা। সারা পৃথিবী যখন ঘরবন্দি দশায় জ্বলদর্চি তখনও তার দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছে। এই সংখ্যার প্রচ্ছদ ও অলংকরণ বড় প্রাসঙ্গিক ও প্রাণবন্ত ভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রশান্ত খাটুয়া। নজর কেড়েছে করোনা ভাইরাসের সতর্কীকরণ "ঘরে থাকুন  সতর্ক থাকুন  সুস্থ থাকুন"। 'নববর্ষ' নিবন্ধটিতে সন্দীপ কাঞ্জিলালের তথ্যসমৃদ্ধ আলোচনায় উঠে এসেছে অতীতে জমিদার, নবাবদের খাজনা আদায়ের কৌশল রূপে নববর্ষকে ঢাল হিসাবে কীভাবে ব্যবহার করা হত,তার প্রসঙ্গ। এখানে যেমন রবীন্দ্রনাথের কবিতায় " বৎসরের আবর্জনা দূর হয়ে যাক" বড় প্রাসঙ্গিক তেমনি টেনিসনের" দি ইয়ার ইজ গোয়িং লেট মি গো" সমান প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই নিবন্ধে। জ্বলদর্চির এই নববর্ষের বৈঠকি আড্ডায়, এবারের স্মারক সন্মান প্রাপক ছিলেন সাহিত্যিক ও অমিত্রাক্ষর পত্রিকার সম্পাদক অচিন্ত মারিক। উনাকে নিয়েই প্রকাশিত হয়েছে বিশেষ ক্রোড়পত্র। যেখানে উনার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো-- ভাষাবিতান,চড়াই,পোস্টকার্ড,প্রকৃত গান্ধিজি।
এছাড়া ও অমিত্রাক্ষর পত্রিকার সংখ্যাগুলিও নজর কেড়েছে যেমন শ্মশান,ছদ্মবেশ, বীতশোক, আড্ডা,যাত্রাপালা এবং কাঠবেডালি। এই বিশেষ ক্রোড়পত্রে উঠে এসেছে সাহিত্যিক সম্পাদক অচিন্ত মারিকের নানা অজানা দিক।




যেখানে বিশিষ্ট প্রাবন্ধিক হরিপদ মণ্ডল বলেছেন--
"অচিন্তের অনুসন্ধিৎসা আমাকে মুগ্ধ করে"।
আবার বিশিষ্ট প্রাবন্ধিক রবীন্দ্রগবেষক অনুত্তম ভট্টাচার্যের কথায়—অচিন্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি বৃহৎ বৃহৎ তিনখণ্ডে প্রকাশিত "বঙ্গীয় সাহিত্য পরিষৎ মেদিনীপুর শাখা"।
সাহিত্যিক  আলোচক প্রাবন্ধিক সুধাংশুশেখর মুখোপাধ্যায়ের কথায় "অচিন্ত মারিক শিল্প সাহিত্য সংস্কৃতির চেতনায় লীন"।
সুন্দর সাক্ষাৎকার নিয়েছেন কবি অনুপ মাহাত। এই সংখ্যায় বিগত দিনের বৈঠকি আড্ডার কিছু ছবি পত্রিকাকে সাজিয়ে তুলেছে। এই নববর্ষ বিশেষ সংখ্যা সবাই কে বিশেষ ভাবে ঋদ্ধ করবে, আশা করাই যায়।
সংখ্যার পাশাপাশি প্রকাশিত হয়েছে  নববর্ষের বৈঠকী আড্ডার ভিডিও । নববর্ষের  অনুভব জানিয়েছেন নাট্যকার চন্দন সেন, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক  জয়ন্ত ঘোষাল। সেই সঙ্গে আড্ডায় যোগ দিয়েছেন--  সুব্রত রায়চৌধুরী, স্মৃতি সাহা, সঞ্জীব ভট্টাচার্য, অরূপ দণ্ডপাট, মধুপ দে, সিদ্ধার্থ সাঁতরা, নরেন হালদার, অনুপ মাহাত,  ভবেশ মাহাতো, তাপস কুমার দত্ত, প্রলয় বিশ্বাস, গার্গী ভট্টাচার্য, অমিতেশ চৌধুরী, অচিন্ত মারিক ও ঋতরূপ ত্রিপাঠী। আড্ডার ভিডিওটি নির্মাণ করেছেন রূপককুমার হাতী।   

 পত্রিকা ও বৈঠকি আড্ডার পুরো অংশ জ্বলদর্চি পত্রিকার ফেসবুকে দেখার জন্য আবেদন জানাই টিম জ্বলদর্চির পক্ষ থেকে। ১৪২৭ শুভ নববর্ষ।

------------------
তাপসকুমার দত্ত। কবি গল্পকার, নাট্যকার। পেশায় স্কুলশিক্ষক।