সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--৪
বিষয়--উন্মুক্ত
শিরোনাম--বন্দীর বাজার
নীতা কবি
4/4/2020
গিন্নী বলেন শাক আনতে, কচু এনেছেন
কচুর সাইজ দেখে গিন্নী ভিরমী খেয়েছেন
বাজার করা দায় হয়েছে ,যাও দেখি একবার
ভিড় করলেই লাঠির বাড়ী পড়বে দু-চার বার
ল…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--৪
বিষয়--উন্মুক্ত
শিরোনাম--বন্দীর বাজার
নীতা কবি
4/4/2020
গিন্নী বলেন শাক আনতে, কচু এনেছেন
কচুর সাইজ দেখে গিন্নী ভিরমী খেয়েছেন
বাজার করা দায় হয়েছে ,যাও দেখি একবার
ভিড় করলেই লাঠির বাড়ী পড়বে দু-চার বার
লক ডাউনের রান্না হলো ঝিঙে পোস্তোর ভাজা
গিন্নী বলেন বাজার থেকে পটল এনো তাজা
কর্তা বলেন, "বন্দীর বাজার , একটু সমঝে চলো"
তিরিশ টাকার পটল এখন ষাটের উপর নিলো"
ওমনি গিন্নী গোসা করে ছাড়লেন হাঁড়ি-কড়া
কত্তাবাবার মাথায় হাত আর চোখ যে ছানাবড়া
একটা আলু রাঁধো গিন্নী, আর একখানা রাখো
অনেক মানুষ উপোস পড়ছে, তাদের দিকেও দেখো
দুনিয়াতে সবাই বুঝছে, বুঝছে নাকো ঘরে
আরও আনো, আর পাবে না, করেই খালি মরে
অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রান্নাটুকু হলো
বাবুদের সব নাভিশ্বাস, এবার বন্দী খোলো।
খুলতে হবে না বন্দীদশা সুখেই তো আছি ঘরে
বাইরে গেলেই সিংহমামা খাবেন ঝপাৎ করে
সুখের থেকে স্বস্তি ভালো, সরকারকেই মানো
ঘরের মধ্যেই শান্তি খুঁজে ,নীরোগ সমাজ আনো।
Copyright@nitakabi
4/4/2020