Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

আহা কি আনন্দ আকাশে বাতাসে!

 ছাদের ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ গেল সামনের বিশাল বড় গাছটার দিকে, এক ঝাঁক টিয়াপাখি তাদের দৈনন্দিনের ঘর সংসার, খাদ্য যোগাড়ে ব্যস্ত। সকাল থেকে হৈ চৈ, ডানা ঝাপটানো!! ওদেরকে দেখতে দেখতে একসময় চোখ গেল পে…


আহা কি আনন্দ আকাশে বাতাসে!

 ছাদের ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ গেল সামনের বিশাল বড় গাছটার দিকে, এক ঝাঁক টিয়াপাখি তাদের দৈনন্দিনের ঘর সংসার, খাদ্য যোগাড়ে ব্যস্ত। সকাল থেকে হৈ চৈ, ডানা ঝাপটানো!! ওদেরকে দেখতে দেখতে একসময় চোখ গেল পেছনের রাস্তাটার দিকে। কি প্রচন্ড নিঃস্তব্ধতা!  মনে হলো কোন এক অজানা অচেনা শহরে এসে পড়েছি।  জনমানবহীন শহরে পাখিদের কলতানে তবু প্রাণের স্পন্দনটুকুর ছোঁয়া পেলাম।  আকাশের নীল রঙ আর ভেসে চলা  সাদা মেঘ, ক্রমশঃ মাথার ওপর সূর্য উজ্জ্বল হয়ে উঠছে।  গতকাল রাতে বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো ঝকঝক করছে।  ভিজে পাতাগুলোয় সূর্যের রশ্মি, রামধনুর রঙের ছটা মাঝে মাঝে চিক চিক করে উঠছে। ব্যস্ত নাগরিক জীবনে আজ শুধুই অবসর! এতোটা অবসর তো আমরা চাইনি!!  ক্লান্তিতে ভাঙা শরীর-মন, অবসর চায় ঠিকই কিন্তু এই অখণ্ড অবসর তো চাইনি। গায়ে গায়ে ধাক্কাধাক্কি করে বাসে ওঠা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সারি সারি বাসগুলোও আজ শান্ত!  এক জায়গা থেকে আর এক জায়গা, গ্রামগঞ্জ পেরিয়ে  এক শহর থেকে আর এক শহরে ছুটতে থাকা বাসগুলো নীরব হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে।  ট্রেনের হুইসেল বাজার আওয়াজ নেই,  স্টেশনে যাত্রীদের কোলাহল নেই, মালপত্র টেনে নিয়ে যাওয়া মুটেমজুরদের দৌড়াদৌড়ি নেই। আছে শুধু একঝাঁক পায়রার বকবকম শব্দ।  স্টেশন চত্ত্বরে গলা ফুলিয়ে শব্দ করছে আর খেলছে নিজেদের মধ্যে। কি আনন্দ!!  কি আনন্দ!!  আকাশে বাতাসে!!
চেনা শহরের অচেনা ছবি!! ক্রমশঃ নিঃস্তব্ধতার মধ্যে ডুবে থাকতে থাকতে  হয়তো অভ্যাসে পরিণত হয়ে যাবে এই একা থাকাটা!  হয়তো পাশের মানুষগুলোর প্রতি দূরত্ব বজায় রাখতে রাখতে একদিন হয়তো এটাই অভ্যাস হয়ে যাবে, অবিশ্বাস করাটা স্বাভাবিক মনে হবে !  চাতকের মতো তাকিয়ে আছে পৃথিবীর মানুষ বাঁচার উপায়টুকু খুঁজে বের করার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।  দীঘির জল স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেছে,  ছোট ছোট মাছগুলো ছুটোছুটি করে খেলছে,  মাঝে মাঝে জলের ওপর উঠে এসে আবার ডুবে যাচ্ছে!  হাসি পেলো ওদের এই ছুটোছুটি দেখে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, দিন তারিখ কিছু মনে থাকছে না!

ফোনের রিংটোন বেজে উঠলো, না দেখেই ফোনটা ধরলাম, হ্যালো........ ওপার থেকে ভেসে এলো চিন্তা করো না, ভ্যাকসিন বেরিয়ে গেছে,  আর আমাদের কোন ভয় নেই!  বলেছিলাম না আমরা হারবো না কিছুতেই হারবো না,  আমরা জিতবোই!!  একা ঘরে একা থাকতে থাকতে কখন যে খাট আলমারি বই বিছানা, টেবিল চেয়ারগুলো আপন হয়ে উঠেছে.....  আঁকড়ে ধরলাম মাথার বালিশটাকে!!
ফোন কানে নিয়ে বিছানায় দুবার ওলটপালট খেলাম।  মাথার সামনে জানলাটা খুলে দিলাম। উজ্জ্বল সূর্যের আলোর সঙ্গে এই গভীর নীরবতা বড়ই বেমানান লাগছে!!  আর বেশি দেরি নেই...
ব্যস্ত শহর আবারও কোলাহলমুখর হয়ে উঠতে আর বেশি দেরি নেই। ' কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে,  শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে!  আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন! আহা হয়েছি স্বাধীন।  আবার আমরা ভবঘুরে,  মুলুক ছেড়ে যাবো দূরে,  ভরবো ভুবন গানের সুরে,  পুরানো দিনের কথা আসে, মনে আসে, ফিরে আসে,  আহা কি আনন্দ আকাশে বাতাসে' ------
 এই ছোট্ট গল্পটি লিখে ফেললাম সকাল সকাল।  কেমন লাগলো জানাবেন। ❤

শীলা ঘটক
কোচবিহার
২৩/০৪/২০২০