পৃথিবী ফিরছে প্রস্তরযুগে , খুলে গেছে সব গ্রন্থি
উপত্যকায় শ্বাসপ্রশ্বাস নিয়ত চরমপন্থী ......
শান্তির নীড় ফিরিয়ে আনতে কান্ডারী হুঁশিয়ার
টগবগ ফোটে ধ্বংসের লাভা , মানবতা ছারখার
চেনা ও অচেনা মানুষের শব ঢেকেছে তেপান্তরে
আঁতুরঘরের সোঁ…
পৃথিবী ফিরছে প্রস্তরযুগে , খুলে গেছে সব গ্রন্থি
উপত্যকায় শ্বাসপ্রশ্বাস নিয়ত চরমপন্থী ......
শান্তির নীড় ফিরিয়ে আনতে কান্ডারী হুঁশিয়ার
টগবগ ফোটে ধ্বংসের লাভা , মানবতা ছারখার
চেনা ও অচেনা মানুষের শব ঢেকেছে তেপান্তরে
আঁতুরঘরের সোঁদা ঘ্রাণ মেখে গ্রহ আর ধূমজ্বরে
চারিদিকে আজ আলো-হাওয়াহীন রূদ্ধ গোরস্তান
বর্জিত রোগে মৃত্যুগন্ধী কফিনের শোকগান ....
মাটির গভীরে ব্যাপ্ত শিকড় , আঁধার আলিঙ্গন
উপশমহীন এ ঘন প্রদাহে জেগে থাকি আমরণ
রাত শুধু বাড়ে , শব্দ টুকরি বয়ে নিয়ে আসে বিষ
জ্বালাধরা চোখে অক্ষর খুঁজি তবুও অহর্ণিশ ....
ঝলসে যাচ্ছে এ শরীর-মন , চূর্ণ অহংকার ....
ইতিহাস শুধু ঋণশোধ চায় , কান্ডারী হুঁশিয়ার ! !
#কান্ডারী_হুঁশিয়ার_____ব্রতশ্রী