সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--০৬
শিরোনাম ----এবং তুমি
কলমে----শম্পা চট্টোপাধ্যায়
১৬/০৪/২০২০
স্মৃতির পাতায় অবহেলার গড়িমসি!
বেঁচে থাকি কিছু শব্দের চারপাশে।
শব্দ টুকরো বন্ধনে বেঁধে অনুচ্চারিত স্বপ্নেরা চোরা পথ বেয়ে -
নেমে আসে তোমার অ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--০৬
শিরোনাম ----এবং তুমি
কলমে----শম্পা চট্টোপাধ্যায়
১৬/০৪/২০২০
স্মৃতির পাতায় অবহেলার গড়িমসি!
বেঁচে থাকি কিছু শব্দের চারপাশে।
শব্দ টুকরো বন্ধনে বেঁধে অনুচ্চারিত স্বপ্নেরা চোরা পথ বেয়ে -
নেমে আসে তোমার অস্তিত্বে দাঁড়ায় পাশ ঘেঁষে।
চুপিসারে বিলাপি সন্ধ্যা নামে!
ডাইরির হলদেটা পাতায় অজস্র বর্ণমালার আয়নায় তোমার আদল।
ভিজতে থাকা ভাবনা সারি কিছু না বলা দুপুর বেয়ে -
কাঠপেন্সিল স্মৃতির ছবি আঁকে হুবহু।
আলিঙ্গনহীন স্বপ্ন গুলো ধূসর কালো মেঘে ঢাকে।
ঝুলন্ত তারাদের সাথে রূপালী জ্যোৎস্নায়
সেই আগের মত তুমি আর আমি ঘরোয়া আড্ডায়।
জানো অনেকটা দিনের পর একটা রাত আজও কেটে গেল নিস্তব্ধতার অভিসারে।
পিন পতনহীন একাকিত্বে কুয়াশা মাখা জ্যোৎস্নার আলোয়।
টানাপোড়েনের কবিতার ভাঁজে ভাঁজে অতীত আর অসহায় বর্তমানে,
এক মুঠো আঁধার জানান দেয়,
নিভে যাওয়া অন্ধকার কাকে বলে!
