অভিষেক
-------- প্রভাতরবি(দিবাকর কুন্ডু)
খুশির সমাহার জাগে, প্রতি দিনে দিনে,
রবির নৃত্য ধেয়ে আসে, বৈশাখীর শুভ লগনে।
উত্তপ্ততার মাঝেও, শীতলতার পরশ আসে নিশীথে,
চন্দ্রমা যেন চুম্বন করিয়া যায়, নীল বিস্তৃত গগনের বুকে।
অবসানে মগ্ন হইয়…
-------- প্রভাতরবি(দিবাকর কুন্ডু)
খুশির সমাহার জাগে, প্রতি দিনে দিনে,
রবির নৃত্য ধেয়ে আসে, বৈশাখীর শুভ লগনে।
উত্তপ্ততার মাঝেও, শীতলতার পরশ আসে নিশীথে,
চন্দ্রমা যেন চুম্বন করিয়া যায়, নীল বিস্তৃত গগনের বুকে।
অবসানে মগ্ন হইয়া, বসিয়া রহে, প্রতি রাত্রি,
সুমিষ্ঠ বায়ুধারাতে ভরিয়া যায়, সুন্দর এই ধরিত্রী।
ইহা যেন এক বরণ করে লইবার রীতি,
সবার মাঝে রহিবে অভিষেকের স্নিগ্ধ প্রীতি।
জীবনের প্রতি মুহূর্ত চলিতে থাকুক, মিষ্টসুরের ধারাতে বেয়ে,
তোমার হৃদয় প্রতি মুহূর্তে উঠিবে গেয়ে।
ধরিত্রী আজ জাগিয়া উঠিল, নুতন বর্ণে, নুতন গন্ধে,
সেও আজ সাজিয়া উঠিল, ভরিয়া গেল অনন্ত আনন্দে।
বনের পাখি উঠিছে গাহি,
বিলীন হোক তোমার জীবনের সর্ব দুখ,
তোমার চিত্তমাঝে নবচেতনা বহিতে থাকুক,
আসুক তোমার জীবনে সর্বসুখ।