সারা দেশজুড়ে লকডাউন চলছে। বেড়ে চলেছে করোনা ভাইরাসের আতঙ্ক। প্রতিদিন মৃতের সংখ্যা যেমন বাড়ছে সারা দেশ তথা রাজ্যজুড়ে, তেমনি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা 53 মৃত্যু হয়েছে সাত জনের আক্রান্…
সারা দেশজুড়ে লকডাউন চলছে। বেড়ে চলেছে করোনা ভাইরাসের আতঙ্ক। প্রতিদিন মৃতের সংখ্যা যেমন বাড়ছে সারা দেশ তথা রাজ্যজুড়ে, তেমনি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা 53 মৃত্যু হয়েছে সাত জনের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। রাজ্য স্বাস্থ্যমন্ত্র থেকে এমনটাই জানানো হয়েছে। প্রথম দফায় যে 16 জন করো না আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে 9 জন সুস্থ হয়ে উঠেছে দ্বিতীয় দফা রিপোর্ট নেগেটিভ এসেছে এদিকে আর কিছুদিন ছেড়ে দেয়া হবে এবং আগামী 14 দিন কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হবে।
এর আগে বিলেত ফেরত তরুণ এবং দ্বিতীয় বিলেত ফেরত তরুনের বাবা কে ছাড়া হয়েছে। স্কটল্যান্ড থেকে আসা তরুণীকে ও ছাড়া হয়েছে।
কিন্তু এরসঙ্গে ও বাড়ছে।গত 24 ঘন্টা 16 জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। মৃত্যু হয়েছে চারজনে তাই করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার 14% । এটা খুবই আশঙ্কার বিষয়। সমস্ত করোনা আক্রান্ত রোগীর পরীক্ষা ঠিকঠাক সম্ভব হচ্ছে না এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল ।