কালবৈশাখী আছড়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলা বিস্তীর্ণ এলাকায়।।
করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। মানুষ নিজ নিজ গৃহবন্দী অবস্থায়। তার মাঝেই বৈশাখের প্রথম সপ্তাহে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হল কোলাঘাট, মেচেদা, তমল…
কালবৈশাখী আছড়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলা বিস্তীর্ণ এলাকায়।।
করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। মানুষ নিজ নিজ গৃহবন্দী অবস্থায়। তার মাঝেই বৈশাখের প্রথম সপ্তাহে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হল কোলাঘাট, মেচেদা, তমলুক সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জেলায়। লক ডাউন পিরিয়ড চলাকালীন প্রয়োজন ছাড়া রাস্তায় লোক বের হচ্ছেন না তার উপর বিকাল থেকে ঝড় আর বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে একেবারেই জনমানব শূন্য হয়ে পড়েছে এলাকা। কালো মেঘে আকাশ ঢেকে যায় মেচেদা, তমলুক, কোলাঘাট আকাশ। অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। শুরু হয় ঝোড়ো হাওয়া আর তার সাথে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। লক ডাউনের মাঝেই এমন আবহাওয়ায় জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। বসতে পারেনি কোনও বাজার। তবে ঝড় বা বৃষ্টিতে জেলায় ক্ষয় ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।তবে আচমকাই আবহাওয়ার এই পরিবর্তনে গরম থেকে কিছুটা স্বস্তি পেল পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা।