কবিতার জন্ম
অনির্বান মুখোপাধ্যায়
--------------------------------
নাম কি তোমার ?
পৃথা--
ভালোবেসে তোমায় চাওয়া
হয়তো বৃথা।
.
তবুও ভারী অশান্ত
এই দুপুর--
বাজে শান্তির ধ্বনি
ওই নুপুর।
.
পাখিটাও উদাস হয়ে
ডাকে--
হারিয়েছে কিছু জীবনের
কো…
কবিতার জন্ম
অনির্বান মুখোপাধ্যায়
--------------------------------
নাম কি তোমার ?
পৃথা--
ভালোবেসে তোমায় চাওয়া
হয়তো বৃথা।
.
তবুও ভারী অশান্ত
এই দুপুর--
বাজে শান্তির ধ্বনি
ওই নুপুর।
.
পাখিটাও উদাস হয়ে
ডাকে--
হারিয়েছে কিছু জীবনের
কোনো বাঁকে।
.
সবুজ পাতা শুকনো হয়ে
ঝরে--
কত প্রেম এই ভাবে
রোজ মরে।
.
দেখেছো কি কাঁদতে তাকে;
চোখে জল--
প্রেম যে বড় গভীর,
নেইকো তল।
.
উঠোনে দেখি একচিলতে
রোদ্দুর--
তোমার টানে ডোবাও
সমুদ্দুর।
.
ওই আঙিনা কখনো
অন্ধকার--
কেন অকারণে রেখেছো
বন্ধ দ্বার !
.
হয়তো হঠাৎ হয়তো বা
একদিন--
দেখবে ফিরে তুমি
উদাসীন।
.
সেদিন আমরা একসাথে
হাতে হাত--
হার মানবে বিনিদ্ৰ
কত রাত।
.
আমিও সেদিন আঁকবো
এক ছবি--
প্রেমের জোয়ারে ভাসছে
এই কবি।
.
নতুন ভোরে রাঙা হবে
সবিতা--
প্রেমের জঠরে জন্মাবে
কবিতা।