বাড়ির দরজা খোলা রাখার সুযোগ নিয়ে সোনার গহনা টাকা মোবাইল নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে তমলুক শহরের 11 নম্বর ওয়ার্ডের পদুমবসান গ্রামে।।
ডাক্তার জাহাঙ্গীর ওয়াজ নামে এক চিকিৎসক তার পরিবার নিয়ে তমলুক পৌরসভার 11 নম্বর ওয়ার্ড…
বাড়ির দরজা খোলা রাখার সুযোগ নিয়ে সোনার গহনা টাকা মোবাইল নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে তমলুক শহরের 11 নম্বর ওয়ার্ডের পদুমবসান গ্রামে।।
ডাক্তার জাহাঙ্গীর ওয়াজ নামে এক চিকিৎসক তার পরিবার নিয়ে তমলুক পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে থাকেন। বুধবার ভোরে চিকিৎসকের মা দরজা খুলে বাইরে বেরোলোও পরে বাড়িতে ঢোকার সময় দরজার না লাগিয়েই বাড়ির মধ্যেই আবার শুয়ে পড়েন। সেই সুযোগে চোর বাড়ির মধ্যে থাকা মানিব্যাগ, সোনার গহনা, মোবাইল নিয়ে চম্পট দেয়। চুরি করে পালানোর সময় বাড়ির পাশেই গুরুত্বপূর্ণ কাগজ সহ মানিব্যাগ রেখে চলে যায়। বাড়িওয়ালা মানিব্যাগ গুরুত্বপূর্ণ নথি দেখতে পেয়ে চিকিৎসককে ডাকলে তখনই চুরির ঘটনা জানা যায়। পরে তমলুক থানায় লিখিত অভিযোগ করেন। লক ডাউন এর সময় এইভাবে বাড়ির মধ্যে ঢুকে চুরি হওয়ার ফলে চিকিৎসক আতঙ্কিত।