তমলুকের একটি দোকান আগুনে ভস্মীভূত। ঘটনাস্থলের দমকল বাহিনী।।
লকডাউনে সমস্ত দোকান প্রায় বন্ধ। তমলুক থানার নকিবসান গ্রামে একটি মোবাইল দোকানে দুপুরে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে দমকল বাহিনীকে ফোন করে। ঘটনাস্থলে দমক…
তমলুকের একটি দোকান আগুনে ভস্মীভূত। ঘটনাস্থলের দমকল বাহিনী।।
লকডাউনে সমস্ত দোকান প্রায় বন্ধ। তমলুক থানার নকিবসান গ্রামে একটি মোবাইল দোকানে দুপুরে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে দমকল বাহিনীকে ফোন করে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো দোকান ভস্মীভূত হয়ে যায়। ওই দোকানের মধ্যে মোবাইল সহ জেরক্স মেশিন, প্রিন্টার সহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি ছিল। জানা যায় ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট এই আগুন ছড়িয়েছে। তাই 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানদার জানায়। কিছুদিন আগেই ব্যাংক থেকে লোন নিয়ে এই দোকানটি করেছিল। দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে যাওয়ায় দোকানের মালিক দিশেহারা। দোকানে আগুন লাগার ফলে গ্রামের শয়ে শয়ে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। কারো মুখে ছিলনা মাক্স, সামাজিক দূরত্ব বজায় না রেখেই উৎসাহী গ্রামবাসীরা দোকানের সামনে ভিড় জমায়।