বিভাগ : কবিতা
শীর্ষক : অন্য রকম ছুটি
কলমে : শঙ্কর
আতঙ্ক কে সঙ্গে নিয়ে করছি এখন বাস
এমনি ভাবেই কাটবে বুঝি আরো কয়েক মাস
তোমায় আবার চিনছি আমি তুমি ও আগের মতন
এখন আকাশ সচ্ছ মনের কম হয়েছে দূষণ
হাতে আমার অনেক সময় ইচ্ছে গুলো খুঁটি
অ…
বিভাগ : কবিতা
শীর্ষক : অন্য রকম ছুটি
কলমে : শঙ্কর
আতঙ্ক কে সঙ্গে নিয়ে করছি এখন বাস
এমনি ভাবেই কাটবে বুঝি আরো কয়েক মাস
তোমায় আবার চিনছি আমি তুমি ও আগের মতন
এখন আকাশ সচ্ছ মনের কম হয়েছে দূষণ
হাতে আমার অনেক সময় ইচ্ছে গুলো খুঁটি
অবসরে এখন আমি অন্য রকম ছুটি
সোহাগ চোখে শুধুই দেখা আলিঙ্গনে এখন মানা
দুরত্ব তেই তোমায় খোঁজা কাছের তুমি আজ অজানা
সবই আছে ভোরের সকাল ঝলসানো চাঁদ দাবার ঘুঁটি
আমি ও বেঁচে সঙ্গে নিয়ে এক অজানা ভয় ভ্রুকুটি
এখন আমার অন্য রকম ছুটি
বলছে সবাই সারবে অসুখ এই পৃথিবীর
হচ্ছো কেন মিছেই অধীর
পরম্পরার গল্প এসব যা গড়েছো ভাঙ্গবে এখন
এই পৃথিবী সাজিয়ে নিবে আবার তোমায় নিজের মতন
সারবে যখম সূক্ষ্ম ত্রুটি
অপেক্ষাতে আমি ও এখন আমার অন্য রকম ছুটি