বে -ঘর
---------
কলমে আমি সুচিত্রা ##
26/04/2020
------------
ঠা ঠা করা রোদ্দুর
গনগনে আঁচে পায়ের তলায় তপ্ত পথ,
দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরলো যে ছেলেটা,
উপোস পেটে ক্ষিদের নৃত্য;
চৌকাঠে পা রাখতেই বে -ঘর হলো সে।
চারদিকে তখন মারণ রোগ…
বে -ঘর
---------
কলমে আমি সুচিত্রা ##
26/04/2020
------------
ঠা ঠা করা রোদ্দুর
গনগনে আঁচে পায়ের তলায় তপ্ত পথ,
দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরলো যে ছেলেটা,
উপোস পেটে ক্ষিদের নৃত্য;
চৌকাঠে পা রাখতেই বে -ঘর হলো সে।
চারদিকে তখন মারণ রোগের মৃত্যুর মিছিল
আকালের বাড়বড়ন্ত।
এক লহমায় মানুগুলো সব বড্ডো অচেনা।
বিস্ফারিত চোখে অব্যক্ত যন্ত্রণার জল,
দুয়ারে বসে হৃদস্পন্দনে গুনে মৃত্যুর প্রহর।
সন্ধ্যা ঘনায় ধীরলয়ে, আবারো পথ হাঁটে
প্রেতমুখো পান্ডুর চাঁদ চলে আগে আগে।
মনে পড়ে কদিন আগেই পা রেখেছিলো ভিনদেশে
রোজগারের তাগিদে;
ঘরে সবাই কামাই খেল পেট পুরে কত
অগত্যা ভোররাতে অশ্বত্থতলে এলিয়ে দিলো অলস দেহ
যদি মেঘ বর্ষণ হয় , তবে জল খাবে পেট পুরে
এই সময়।।
-------------------------------------
সুচিত্রা দাস।
26/04/2020