Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে বেশিরভাগ নার্সিংহোম বন্ধ , ফলে সমস্যায় পড়েছে রোগীরা

করোনা ভাইরাসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলাসদর তমলুকে বেশিরভাগ নার্সিংহোম বন্ধ। ফলে সমস্যায় পড়েছে রোগীরা।

পূর্ব মেদিনীপুর জেলার এখনো পর্যন্ত 12 জন কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে যার মধ্যে তমলুকে 6 জন রয়েছে। তমলুকে করোনা ভাইরাস এ…



করোনা ভাইরাসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলাসদর তমলুকে বেশিরভাগ নার্সিংহোম বন্ধ। ফলে সমস্যায় পড়েছে রোগীরা।

পূর্ব মেদিনীপুর জেলার এখনো পর্যন্ত 12 জন কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে যার মধ্যে তমলুকে 6 জন রয়েছে। তমলুকে করোনা ভাইরাস এর প্রভাব পড়ায় বেশিরভাগ নার্সিংহোম বন্ধ রয়েছে। পাশাপাশি যেসব প্রাইভেট ডাক্তাররা তাদের চেম্বার করতেন সেইসব চেম্বার বন্ধ রয়েছে। ফলে পূর্ব মেদিনীপুর জেলা সদরের একমাত্র হাসপাতাল তমলুক জেলা হাসপাতাল এখন ভরসা। করোনা ভাইরাসে আক্রান্ত ছাড়াও অন্যান্য যেসব রোগীরা রয়েছে তারা নার্সিংহোমে পরিষেবা পাচ্ছে না। ফলে বাধ্য হয়ে জেলা হাসপাতালে ভিড় জমাতে হচ্ছে রোগীদের। নার্সিংহোম মালিকদের অভিযোগ কোন ডাক্তার বাবুরা আসছেন না নার্সিংহোমে।পাশাপাশি যেসব নার্সিংহোমের রয়েছে তারা লকডাউন এর ফলে সবাই বাড়ি চলে যাওয়ায় নার্সিংহোম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
তমলুক শহরে বেশ কয়েকটি নার্সিংহোমে কোন ভাইরাসের পজেটিভ পাওয়ার ফলে সেইসব নার্সিংহোম গুলো জেলা প্রশাসন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ফলে একদিকে জেলা প্রশাসনের নির্দেশে নার্সিংহোম বন্ধ অন্যদিকে ডাক্তার বাবু এবং স্টফ না থাকার কারণে অন্যান্য নার্সিংহোম বন্ধ রয়েছে। চরম সমস্যার মধ্যে পড়ছে অন্যান্য রোগীরা। নার্সিংহোমে ডাক্তারবাবু না আসা এবং নার্সিংহোম বন্ধ থাকায় জেলা প্রশাসন উদাসীন।