#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_৬
#বিষয়_ভালো_থাকুক_মন
#বিভাগ_কবিতা
#শিরোনাম_অবলম্বন
#কলমে_অনুকূল_বিশ্বাস
#তারিখ_২০_০৪_২০২০
"অবলম্বন"
অনুকূল বিশ্বাস
আমার হৃদয়ে আছে এক নদী,
তাই তো আমি কল্লোলিনী -প্রবাহিনী…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_৬
#বিষয়_ভালো_থাকুক_মন
#বিভাগ_কবিতা
#শিরোনাম_অবলম্বন
#কলমে_অনুকূল_বিশ্বাস
#তারিখ_২০_০৪_২০২০
"অবলম্বন"
অনুকূল বিশ্বাস
আমার হৃদয়ে আছে এক নদী,
তাই তো আমি কল্লোলিনী -প্রবাহিনী।
মনের গভীরে আছে এক গগনচুম্বী নীলাকাশ,
যেখানে চাঁদ, সূর্য ও তারারা খেলা করে।
আমার অন্তরে আছে এক মৃন্ময়ী বসুন্ধরা,
যেখানে আছে নির্জনতা ও গহন অরণ্যের নিবিড় সখ্যতা,
আর আছে ভালোবাসার পরম সুধা,
যা পান করে জীবন সম্পৃক্ত হয়
ত্যাগ ও উদারতার আবেশে।
আমার ভিতরে আছে দক্ষিণা সমীরণ,
যার ছোঁয়ায় লজ্জাবতীর ঘুম ভাঙে;
আর ; মনের শিউলি ডানা মেলে সুরভিত সৌরভে।
আমার ভিতরে আছে সুউচ্চ এভারেস্ট,
আছে মরু সাহারা, আর আছে বিস্তৃত পয়োধি,
শত প্রতিকুলতায় তাই তো আমি অবিচল।
আমার অন্তরের অন্ত:স্থলে আছে এক পবিত্র ভজনালয়,
যেখানে বসে আছো তুমি -
নিজাসনে;
রেখেছ পরম যত্নে ....আদরে ,
দাওনি হতে কখনো আদর্শচ্যুত।