Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সাহিত্য সৃষ্টি পরিবারের সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ০৬
বিষয় - ভালো থাকুক মন
বিভাগ - কবিতা
শিরোনাম - প্রভাত বাণী
কলমে - সুব্রত মিত্র
কোলকাতা - ৭০০১৫০।২৩/০৪/২০২০

ওরে পবন তুই উড়ে চল স্বাধীন হয়ে
কারোর গায়ে লাগিস নে হঠাৎ দুঃখিনী হয়ে
ঈশান কোণের নিশান বাণী
দ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ০৬
বিষয় - ভালো থাকুক মন
বিভাগ - কবিতা
শিরোনাম - প্রভাত বাণী
কলমে - সুব্রত মিত্র
কোলকাতা - ৭০০১৫০।২৩/০৪/২০২০

ওরে পবন তুই উড়ে চল স্বাধীন হয়ে
কারোর গায়ে লাগিস নে হঠাৎ দুঃখিনী হয়ে
ঈশান কোণের নিশান বাণী
দাওয়ার হাওয়ায় থাকবে জানি,

ঐ ঘনদল, সবুজ ঘ্রাণে মন চঞ্চল
স্বর্গ হাতল হয় যদি মোর
পাই যে বড় মনোবল

আসর ভাঙ্গার শেষ বিকেলে
তোমার খোরাক আসবে বলে
হবে কথা ফুল ও ফলে

বাংলা আমার মিলনক্ষেত্র
এই যে হেথা প্রেমের চিত্র
কাঁদতে গেলে থাকবো পাশে
তোমাদেরই দরদ বেশে

পবনরে তুই সাক্ষী থাকিস
হেরে যাওয়ার দিনগুলোতেও এমনভাবেই বইতে থাকিস
আকাশ দেখে গাছের ডগা
মেঘের গাঁয়ে পাহাড় আঁকা
সোনালী রোদের কাঁধে চড়ে যায় যে কত স্বপ্ন দেখা।