একদিন আমি পাখি হবো
.....................আরেফিন শিমুল
একদিন আমি পাখি হবো...
ঐ নীল আকাশটা কিনে নেবো আকাশের প্রেমে
সাদা মেঘ বালিকার সাথে উড়ে যাবো তেপান্তর
চেনা বিল চেনা ঝিল চেনা সেই পদ্ম পুকুরে ভাসবো
নিথর পৃথিবীর সকল কষ্ট ধুয়ে দেবো…
একদিন আমি পাখি হবো
.....................আরেফিন শিমুল
একদিন আমি পাখি হবো...
ঐ নীল আকাশটা কিনে নেবো আকাশের প্রেমে
সাদা মেঘ বালিকার সাথে উড়ে যাবো তেপান্তর
চেনা বিল চেনা ঝিল চেনা সেই পদ্ম পুকুরে ভাসবো
নিথর পৃথিবীর সকল কষ্ট ধুয়ে দেবো চঞ্চুর জলে।
একদিন আমি পাখি হবো...
দেখবো আপন ঘরটাতে কোন দেয়াল নেই
ছোট্ট নীড়ে কেবল ভালোবাসার ছড়াছড়ি
ছানা দু'টো আগলে রাখবো উষ্ণতার পরশে
ভয়হীন চুক্তিতে জড়িয়ে থাকবো রাত্রি দুপুর।
একদিন আমি পাখি হবো...
আমার নিশ্বাস-প্রশ্বাসে থাকবেনা মৃত্যুর হাতছানি
অশরীরী শিকারির ভয়ে কাঁপবে না বুকের বা পাশ
থাকবেনা কোন ব্যারিকেড কোন কারফিউ
শহরের ব্যস্ততম রাস্তায় স্বাধীনতার গান গাইবো।
একদিন আমি পাখি হবো...
এ বাড়ি থেকে ও বাড়ি, এ পথ থেকে ও পথ
রমনা, চন্দ্রিমা, শিশুপার্ক, প্রিয় বুড়িগঙ্গার তীর
সব চষে বেড়াবো,ঘুমিয়ে পড়া পৃথিবীর ঘুম ভাঙাবো,তারই সাথে মেলাবো ভালোবাসার হাত।
একদিন আমি পাখি হবো...
ফাগুনের হাওয়া দেবো জীবন খেয়ার পালে
চোখ মেলে তাকাবে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
কেটে যাবে অভিশাপ, ঘুচবে ভয়, মুক্ত হবে প্রেম
নতুন আলোয় পৃথিবী হাসবে রাশিরাশি স্বপ্ন নিয়ে।
একদিন আমি পাখি হবো।
২৬ এপ্রিল ২০২০
রাত :১২:৫১
কুমিল্লা।