সবুজ হাতছানি
তুলি মুখার্জি চক্রবর্তী
লুকোচুরি খেলে অজ্ঞাতবাসী সময়
প্রাসাদের শরীরে বার্ধক্যের ছাপ,
পলেস্তারা খসা দেওয়ালে হাত বোলায়
রোদ; জীর্ণ দেহে ওমের ছোঁয়া,
খোলা জানালা হাতছানি দেয় অবাধ প্রবেশের,
যৌবনের ছিটকিনি আলগা হয়েছে..…
সবুজ হাতছানি
তুলি মুখার্জি চক্রবর্তী
লুকোচুরি খেলে অজ্ঞাতবাসী সময়
প্রাসাদের শরীরে বার্ধক্যের ছাপ,
পলেস্তারা খসা দেওয়ালে হাত বোলায়
রোদ; জীর্ণ দেহে ওমের ছোঁয়া,
খোলা জানালা হাতছানি দেয় অবাধ প্রবেশের,
যৌবনের ছিটকিনি আলগা হয়েছে....
এখন মাধুকরী তে যাপন...
আলগা পলেস্তারা, চোরা ফাটলে শিকড় ছড়িয়ে দিচ্ছে জানা অজানা নানা গাছ...
বৈধ অবৈধর সীমারেখা পার করে.....
সুখ সম্পূর্ণ ভেঙে পড়ার আগে....
নতুন করে গড়বে আবার কেউ....
জীর্ণ শরীর, ভাঙা মনে আসবে খুশির জোয়ার....
দূরে সবুজ তারই সাক্ষী....