Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারীদের স্বপ্নতরীর দৈনিক সেরা সম্মাননা

শিরোনাম ----উত্তরণ
কলমে----শম্পা চট্টোপাধ্যায়
৩০/০৪/২০২০

চিন্তার তুষার ঝড়, কুলুপআঁটা শহর,নিষেধ বৃত্ত !
লুকোনো ঠোঁটের অভিব‍্যক্তিতে ভাবনারা যেন অনাথ কিশলয়।
শব্দগুলো হারিয়ে যাওয়ার নেশায় নতুন পথের বাঁকে যখন।
তবু সাজে,
সাজে রামধনু …


শিরোনাম ----উত্তরণ
কলমে----শম্পা চট্টোপাধ্যায়
৩০/০৪/২০২০

চিন্তার তুষার ঝড়, কুলুপআঁটা শহর,নিষেধ বৃত্ত !
লুকোনো ঠোঁটের অভিব‍্যক্তিতে ভাবনারা যেন অনাথ কিশলয়।
শব্দগুলো হারিয়ে যাওয়ার নেশায় নতুন পথের বাঁকে যখন।
তবু সাজে,
সাজে রামধনু বর্ণচ্ছটায় শব্দাঙ্গন।
হারিয়ে যাওয়া বুকের মাঝে হাতড়ে খুঁজি,
খুঁজি ভিজতে জানা চোখের কোণে-
লম্বাপথ পাড়ি দেওয়া আমার কবিতা !
না পাওয়া প্রলম্বিত তালিকায় রূপকথা,
বাতাসে তিরতির কাঁপা কমলা বিকেল,
নীলচাঁদের জোৎস্নায় প্রেমপত্র।
নিস্তব্ধ রাতের বিছানায় রংচটা চাদর ছুঁয়ে
আজ অন‍্য এক গোধূলি বিকেলের আভায়-
বারবার ফিরে আসি ভাঙা চূর্ণ স্বপ্ন কুড়োতে।
বেঁচে থাকার অনুভূতি এক-পা দু-পা করে এগিয়ে চলে পথ।
বুনোঘাস জড়ানো আলপথ,
ভেজা মন ছুঁয়ে নামে স্বপ্নের দ্রবণ।
ঠোঁটে লেগে থাকা ভিজে শব্দ চোখে গভীর স্তব্ধতা।
শানিত ভাবনা গুঁড়ো কবিতার মিছিলে হয় সামিল।