#আজ_বিশ্ব_মাতৃদিবস_এ
#কবিতা
#প্রণতি_চরণে_মাগো
#কলমে
#বীরেন_আচার্য্য
#১০ই_মে_২০২০
প্রণতি চরণে মাগো !
-----------------------------
আদিম অন্ধকারে অতল হিম শয্যায়
ছিনু কোন্ চেতনাহীন কারাগারে ;
দশ মাসের নীরব যন্ত্রণা সহে
দিলে মুক্তি…
#আজ_বিশ্ব_মাতৃদিবস_এ
#কবিতা
#প্রণতি_চরণে_মাগো
#কলমে
#বীরেন_আচার্য্য
#১০ই_মে_২০২০
প্রণতি চরণে মাগো !
-----------------------------
আদিম অন্ধকারে অতল হিম শয্যায়
ছিনু কোন্ চেতনাহীন কারাগারে ;
দশ মাসের নীরব যন্ত্রণা সহে
দিলে মুক্তি যুগে যুগে বারে বারে ।
লভিলাম স্নেহের সে আশ্রয় ধাত্রীমা'র হাত ধরে
আলোয় ভরা দেশ জননীর কোলে ;
টালমাটাল পায়ে প্রকৃতি বক্ষে জীবনের পাঠ
এ তিন জননীর অনেক ভালোবাসার বর্ণপরিচয়ে ।
আজ তিন জননীর চোখেই অশ্রুধারা !
দেশ জননী যন্ত্রণায় করে ছটফট ,
আতঙ্কের মেঘে ছেয়ে গেছে আকাশ ;
সর্বনাশের মহাশ্মশানে শোকান্ধ গান্ধারী যেন
খুঁজে ফেরে সন্তানের লাশ ;
তবে কি এ মহাবিশ্ব-মহাভারতে শুরু
সেই মুষল পর্ব ? হবে কি শুরু লীলাবসানের বেহাগ ?
উদাস দৃষ্টিতে গর্ভধারিনী করে চিৎকার
পরিযায়ী সন্তানের লাগি - " ফিরে আয় খোকা "।
মৃত্যু শিয়রে এসে দাঁড়িয়েছে তবু
মুমূর্ষু'র পাশে সাদা পোশাকে ধাত্রীমা -
স্নেহের সে হাতখানি শিয়রে রেখে শোনায়
ব্যথা বিজয়ের গান জল ভরা চোখে -
" আমার সকল দুখের প্রদীপ জ্বেলে
দিবস গেলে করবো নিবেদন ,
আমার ব্যথার পূজার হয় নি সমাপন ...."।
হে আমার দেশমাতৃকা ! আমার গর্ভধারিনী !
কর্তব্যের ধাত্রীজননী ! আমার মক্কা! বারানসী
চিরকাল দুখের প্রদীপ জ্বেলেই তোমাদের
ব্যথার পূজা সন্তানের শুভাশীষে ;
আজিকার দিনে প্রণতি জানাই মাগো ও চরণে
রেখো স্নেহের হাত খানি ভালে মোর -
অন্তিমে যেন পাই ঠাঁই সাড়ে তিনহাত ভূমি ' পর
তোমার স্নেহের ও শীতল বক্ষে ;
করি অঙ্গীকার বার বার যেন ফিরে ফিরে আসি
তোমাদের মমতা ঘেরা স্নেহের অঞ্চলে ।
---------------×--------------
