তুমি হিন দিশেহারা ছন্দ
রাজীব মিত্র
বেলা বাড়তেই এখনো সেই আগের মতই
ব্যস্ত হয়ে ওঠে রান্নাঘরটা -
ফুটতে থাকা গরম ভাতের গন্ধে এখন আর
পাইনা মমতার সুবাস।
সন্ধ্যের শাঁখটা আজ শুধু নিয়মের তাগিদে বাজে।
ব্যস্ততার অজুহাতে ফিরতি …
তুমি হিন দিশেহারা ছন্দ
রাজীব মিত্র
বেলা বাড়তেই এখনো সেই আগের মতই
ব্যস্ত হয়ে ওঠে রান্নাঘরটা -
ফুটতে থাকা গরম ভাতের গন্ধে এখন আর
পাইনা মমতার সুবাস।
সন্ধ্যের শাঁখটা আজ শুধু নিয়মের তাগিদে বাজে।
ব্যস্ততার অজুহাতে ফিরতি পথেই ভক্তরা
সেরে নেয় সান্ধ্য- প্রণাম !
খাওয়ার থালাটা এখনো রুটিন মেনেই আসে
শুধু খাওয়ার আগলে রাখার মানুষটার বড়ই অভাব।
আমি আছি, অনুভুতিরাও আছে , সবই আছে
নেই শুধু আঁচলের সেই গন্ধটা;
রাতের জ্বরে যখন পুড়তে থাকে মনটা.....
মমতার হাতটা এখন আর পরশ করেনা
মাতাল শরীরটাকে।
ভুলে গেছি জীবনের ছন্দ, দিশেহারা আমার
নাম না জানা কবিতারা......
