আধ খাওয়া ঈদের চাঁদ
কলমে আমি সুচিত্রা
12/05/2920
***********************
হঠাৎই জ্বলে ওঠে কৃষ্ণপক্ষের সেঁজুতি
ট্যারাব্যাঁকা না, আধ খাওয়া ঈদের চাঁদ।
আসলে ঐ চাঁদের ঘরে
তোমার বসতি খুঁজছিলাম......নীলাঞ্জন।
জানি আমার নিক্তির ওজন কর…
আধ খাওয়া ঈদের চাঁদ
কলমে আমি সুচিত্রা
12/05/2920
***********************
হঠাৎই জ্বলে ওঠে কৃষ্ণপক্ষের সেঁজুতি
ট্যারাব্যাঁকা না, আধ খাওয়া ঈদের চাঁদ।
আসলে ঐ চাঁদের ঘরে
তোমার বসতি খুঁজছিলাম......নীলাঞ্জন।
জানি আমার নিক্তির ওজন করছিলে।
বহু আলোকবর্ষ পিছনে ফেলে আসা পথে
একদিন মিলিত হয়েছিলাম...আমরা।।
দুটো নক্ষত্রের টক্করে ছিটকে গেলাম।
তুমি রইলে অজানা গ্রহে, আমি মর্তবাসি।
এই তো সেদিন পৃথিবী ছুঁয়ে বেড়িয়ে গেল প্রকাণ্ড গ্রহ।
তোমার স্পর্শ ছিলো কি তাতে?
কত..বিজ্ঞানী ঐ গ্রহের কারণ জানতে হুমরি খেয়ে পড়লো টেলিস্কোপে।
নাওয়া নেই খাওয়া নেই......মরিয়া পৃথিবীটা বাঁচাতে।
শুধু তোমার আমার জন্য না। ওদের ও আছে আঁতুর ঘর।
এখন তো পুরুষরাও সন্তানের জন্ম দিচ্ছে।
তুমি কী জান...?? সে কথা !
চীন যেখানে বিশ্বের দরবার নিজের মুষ্টিবদ্ধ করতে চেয়েছিলো।
ভেবেছিলো বিশ্ব সিংহাসন থাকবে চীনের পায়ের তলায়।
হায়রে.....রে বাসনা।
তবে কি জানো........নীলাঞ্জন।
ভারতবর্ষের লোকেরা রান্না করা গাছ পাতালতা খেয়ে যে পুষ্টি সরবরাহ করে,
ঐ কাঠি ছোঁয়া কাঁচা মাংসে সে ভালোবাসা পাবে কোথায় ! বলতে পারো।
আমরাই পারি আলতা পায়ে ঘোমটা মাথায় আজলাহাতে সিঁদুরের টিপ কপালে সন্ধ্যা প্রদীপ দিতে।।।
## আমি সুচিত্রা ##
12/05/2020
